Wednesday, November 5, 2025

দুই মালগাড়ির সংঘর্ষ উত্তরপ্রদেশে, আহত ২ রেলকর্মী, নজরদারি নিয়ে প্রশ্ন

Date:

উত্তরপ্রদেশের ফতেপুরে মালগাড়ির পিছনে ধাক্কা আরেক মালগাড়ির। সৌভাগ্যক্রমে দুটি গাড়িই যাত্রীবাহী গাড়ি না হওয়ায় হতাহতের সম্ভাবনা সেভাবে হয়নি। তবে যেভাবে দুটি মালগাড়ির (goods train) ইঞ্জিন ও কোচগুলি ছিটকে পড়ে দুর্ঘটনার জেরে, তা ফের একবার রেলের পরিচালন ব্যবস্থার উপরে প্রশ্ন উঠেছে। বাজেটে রেলের সুরক্ষা খাতে কোনও ঘোষণা করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। সেই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের এই দুর্ঘটনা রেলযাত্রীদের নিরাপত্তায় মোদি সরকারের চূড়ান্ত অবহেলাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

ফতেপুরের (Fatehpur) পম্ভিপুরের কাছে একটি মালগাড়ি আপ লাইনে দাঁড়িয়ে ছিল। সেই সময় পিছন থেকে আরেকটি মালগাড়ি এসে সেটিকে ধাক্কা মারে। ঘটনার জেরে পাশের মাঠে ছিটকে যায় একটি মালগাড়ির গার্ডের কোচ (guard coach) ও অন্যটির দুটি ইঞ্জিন (engine)। লাইনচ্যুত হয় একাধিক মালগাড়ির কোচ। দুজন রেলকর্মীকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনুজ রাজ ও শিবশঙ্কর যাদব নামে আহত দুই রেলকর্মীর আঘাত অবশ্য গুরুতর ছিল না।

দুর্ঘটনার জেরে আপ লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। কীভাবে এই দুর্ঘটনা, তা নিয়ে তদন্তে ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা। যদিও ভোরবেলা দৃশ্যমানতা কম থাকার দাবি উঠেছে। প্রাথমিক তদন্তের পরে রেলের আধিকারিকরা যদিও দাবি করেছেন পরিচালনগত ত্রুটি কিছু ছিল না। কোনও অবহেলা ছিল না। মানুষের ভুলেই (human error) এই দুর্ঘটনা। এভাবে বারবার বিপদে পড়া সত্ত্বেও রেলে বাজেট বরাদ্দ বাড়িয়ে নিরাপত্তা দেওয়ার পথে হাঁটলেন না রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version