Friday, August 22, 2025

যোগেশচন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতির পদে বদল, দেবাশিসের জায়গায় অরূপ

Date:

যোগেশচন্দ্র ডে কলেজের গভর্নিং বডির সভাপতির পদে বদল। তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে (Debashis Kumar) সরিয়ে নতুন সভাপতি করা হল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে (Arup Biswas)। সরস্বতীপুজোকে (Saraswati Pujo) কেন্দ্র করে যোগেশচন্দ্র আইন কলেজ এবং ডে কলেজে বিতর্ক তৈরি হয়েছিল। তার পরে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

কলকাতা হাই কোর্টের নির্দেশে যোগেশচন্দ্র কলেজের ক্যাম্পাসের বাইরে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজো হয়। যদিও ডে কলেজের পড়ুয়াদের একাংশের অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও কলেজ ক্যাম্পাসে পুজো করতে পারেননি তাঁরা। তাঁদের পুজো হয়েছে কলেজের পাশে পার্কের সামনে। এই নিয়ে কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তাঁরা। কলেজের অধ্যক্ষ আবার নিজের উদ্যোগে কলেজের ভিতরে ছোট প্রতিমা বসিয়ে পুজো করেন। সব মিলিয়ে জলঘোলা হয়।

এর আগে মধ্য কলকাতার চিত্তরঞ্জন কলেজে পরিচালন সমিতির সভাপতি পদ থেকে জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তাকে সরানো হয়। সেখানে দায়িত্ব দেওয়া হয় শ্যামপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে। এই আবহেই যোগেশচন্দ্র ডে কলেজের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে দেবাশিসকে সরিয়ে অরূপকে (Arup Biswas) বসানো হল।

 

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version