পুলিশি মদত, টাকার খেলায় দিল্লি ভোটে জেতার চেষ্টা বিজেপির: সরব আপ থেকে কংগ্রেস

টাকা বিলির ঘটনা হাতেনাতে ধরে ফেলেন আপ (AAP) নেতা মনীশ শিশোদিয়া। তিনি প্রশ্ন তুলতেই সাফাই দিতে এগিয়ে আসে স্থানীয় পুলিশ (Delhi Police) কর্মীরা

0
2

উন্নয়নের কাজে দিল্লির আপ সরকারের সঙ্গে কোনওমতেই পাল্লা দিতে পারেনি বিজেপি। ধাপ্পাবাজির ডবল ইঞ্জিন সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়ে দিল্লিবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করেও সাফল্য আসেনি। শেষে নির্বাচনের দিন টাকা দিয়ে ভোট কেনার ভুরি ভুরি অভিযোগে বিদ্ধ বিজেপি (BJP)। সেই সঙ্গে নির্বিঘ্নে সম্পন্ন হওয়া রাজধানীর নির্বাচনে নিজেদের পক্ষে ভোট টানতে পুলিশকেও কাজে লাগাতে পিছপা হয়নি বিজেপি। বারবার ভোটারদের বাধা দেওয়ারও অভিযোগ ওঠে দিল্লি পুলিশের (Delhi Police) বিরুদ্ধে। বিকাল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৫৭.৭০ শতাংশ।

লোকসভা নির্বাচনে যেভাবে বিভিন্ন এলাকার নেতাদের হাত দিয়ে এলাকায় মানুষের হাতে টাকা দেওয়ার প্রবণতা দেখা গিয়েছিল বিজেপির, সেই একই পথে দিল্লির নির্বাচনে (Delhi Assembly Election) ভোটারদের হাত করার চেষ্টা করে বিজেপি বুধবার। তবে আপ (AAP) নেতাদের সজাগ দৃষ্টি ও দিল্লিবাসীর স্বতঃস্ফূর্ততায় তা সফলভাবে করতে পারেনি স্থানীয় বিজেপি নেতারা। জংপুরা এলাকায় একটি বাড়ির বাইরে টেবিল বসিয়ে সামনে আড়াল রেখে ভিতর থেকে টাকা বিলির ঘটনা হাতেনাতে ধরে ফেলেন আপ (AAP) নেতা মনীশ শিশোদিয়া। তিনি প্রশ্ন তুলতেই সাফাই দিতে এগিয়ে আসে স্থানীয় পুলিশ (Delhi Police) কর্মীরা। পরে বেআইনিভাবে বসানো টেবিল তুলে দিতে বাধ্য হয় পুলিশ।

একইভাবে বিজেপির টাকা বিলির অভিযোগে সরব হয় কংগ্রেসও (Congress)। আনসারি নগর এলাকায় টাকা বিলির অভিযোগে সরব হন কংগ্রেস নেতা সন্দীপ দিক্ষীত। দিল্লি এইমস (AIIMS) এলাকায় তিনি নিজে টাকা বিলির অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর দাবি করেন।