Friday, January 30, 2026

হাতকড়া ও পায়ে বেড়ি, ১০৪ জন ভারতীয়কে নিয়ে অমৃতসরে মার্কিন সেনার বিমান

Date:

Share post:

আমেরিকায় বেআইনি ভাবে বসবাসকারী ১০৪ জন ভারতীয়কে নিয়ে অবশেষে অমৃতসরে পৌঁছল মার্কিন সেনাবাহিনীর বিমান৷ মার্কিন সেনার বিমানটি আজ, বুধবার বিকেলে অমৃতসরের শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় ৷ গতকাল আমেরিকার টেক্সাস থেকে এই বিমানটি রওনা দেয়৷ আজ সকালে অমৃতসরে পৌঁছনোর কথা ছিল তবে কয়েকঘণ্টা দেরিতে বিমানটি অমৃতসরে অবতরণ করে৷

অনুপ্রবেশকারী হিসেবে যাদের আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে তার মধ্যে সবথেকে বেশি মানুষ গুজরাত, হরিয়ানা এবং পঞ্জাবের বাসিন্দা ৷ এরপরেই সবথেকে বেশি সংখ্যক মানুষ গিয়েছেন মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশ থেকে৷ প্রত্যেককেই আমেরিকা থেকে হাতকড়া এবং পায়ে বেড়ি পরানো অবস্থায় বিমানে তোলা হয় ৷ সেই অবস্থাতেই বিমানে অমৃতসর পৌঁছন তাঁরা৷ যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পঞ্জাব পুলিশকে আগেই সতর্ক করা হয়। অমৃতসর বিমানবন্দরে এদিন আঁটসাঁট নিরাপত্তা ছিল। প্রথম দফায় এই ১০৪ জনকে পাঠানো হল ভারতে। এরপরে আমেরিকায় থাকা আরও অবৈধবাসী ভারতীয়দের পাঠানো হবে। আজ, বুধবার দুপুর ১টা ৫৯ মিনিট নাগাদ অমৃতসরের শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামে মার্কিন সেনার বিমানটি। উপস্থিত ছিলেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা। নয়াদিল্লিতে এদিন মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজিপি) মঙ্গলবার জানিয়েছিলেন, রাজ্য সরকার ওই অবৈধবাসীদের বিমানবন্দরে গ্রহণ করবে। তাঁদের সাহায্যের জন্য একটি কাউন্টার খোলা হবে। পঞ্জাবের প্রবাসী ভারতীয় বিষয়ক মন্ত্রী কুলদীপ সিংহ ঢালিওয়াল জানান তিনি পরের সপ্তাহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এই নিয়ে কথা বলবেন। তিনি মনে করছেন আমেরিকা সরকারের এই অবৈধবাসীদের বৈধ নাগরিকত্ব দেওয়া উচিত ছিল। ওই দেশের অর্থনীতিতে ভারতের অনেকটা অবদান রয়েছে। অনেক ভারতীয়ই আমেরিকায় কাজ করার বৈধ অনুমতি (ওয়ার্কিং ভিসা) নিয়ে গিয়েছিলেন। পরে ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় অবৈধবাসী হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই সেখান থেকে অবৈধ বসবাসকারীদের নিজের দেশে ফেরত পাঠানোর বিষয়ে উদ্যোগী হন। অবৈধ বসবাসকারীদের চিহ্নিত করে ধরপাকড় শুরু করে আমেরিকার প্রশাসন। মঙ্গলবার অবৈধ বসবাসকারীদের ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু করে হোয়াইট হাউস।

spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...