Friday, November 7, 2025

ইন্টারলকিংয়ের কাজ ‘শেষ’ হয়েই বিকল! শিয়ালদহে চরম দুর্ভোগে লক্ষ লক্ষ যাত্রী

Date:

রেলের ব্যাপক উন্নয়ন। ঢেলে রেলকে সাজানোর বিরাট পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। বিরাট আশ্বাসের কথা শোনালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। আর তার পরদিনই লক্ষ লক্ষ যাত্রী নিয়ে শিয়ালদহ পূর্ব (Sealdah East) শাখায় চরম অচলাবস্থায় ভারতীয় রেল। মঙ্গলবার ভোরে শেষ হয়েছে কাঁকুড়গাছির ইন্টারলকিং-এর কাজ। আর বুধবারেই সেই ইন্টারলকিংয়ের বিভ্রাটে শিয়ালদহ থেকে দমদমের মাঝে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ল।

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইলেকট্রনিক ইন্টারলকিং (EI) চালু করে পরিকাঠামোগত উন্নয়ন করার দাবি করে। তার জন্য শনিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন (local train) বাতিল হয় শিয়ালদহ দক্ষিণ ও পূর্ব শাখায়। রবিবার সরস্বতী পুজোর দিন চরম দুর্ভোগেও মানোন্নয়নের আশায় রেলযাত্রীরা রেলের সিদ্ধান্তকে মেনে নেন। রেল দফতর জানায় ভোর রাত ২ টো ৪৫ মিনিট নির্ধারিত সময়সীমার বেশ আগেই শেষ করা হয়েছে।

এরপরই বুধবার স্পষ্ট হয়ে গেল ঠিক কতটা সফলভাবে কাজ শেষ করেছে পূর্ব রেলওয়ে। দুপুরে বিগড়ে যায় কাঁকুড়গাছির ইন্টারলকিং (EI)। বনগাঁ লাইন থেকে ডানকুনি ও মেন লাইনের একের পর এক লোকাল ট্রেন (local train) দাঁড়িয়ে পড়ে ডাউনের ২ নম্বর লাইনে। চার নম্বর লাইন দিয়ে বাকি ট্রেন পাস করানোর প্রক্রিয়া শুরু হয়। শুধুমাত্র শিয়ালদহ থেকে দমদমের মাঝে নয়, দমদমের পরের স্টেশনগুলি ও তার মাঝের অংশেও আচমকা আটকে পড়ে বেশ কিছু ট্রেন। দীর্ঘক্ষণ ট্রেনে আটকে থেকে রেললাইন ধরেই গন্তব্যের দিকে রওনা দেন যাত্রীরা।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version