Wednesday, December 17, 2025

সরস্বতী পুজোর(saraswati pujo)পর প্রায় বেজে গিয়েছে শীতের বিদায় ঘণ্টা৷ মরশুমের শেষলগ্নে পৌঁছে শীতপ্রেমীদের যখন মন ভার, তখন ফের একবার মিলল হাওয়া বদলের ইঙ্গিত৷ আবারও নামতে চলেছে পারদ। কোনও কোনও জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা(temparature )নামতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ফের আরও একবার শীতের আমেজ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।চলতি মরশুমে খামখেয়ালি মনোভাব দেখিয়েছে শীত(winter)। পারদের ওঠা-নামা চলেছে বারবার।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তারপরের দু’দিনে ফের সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে কমার সম্ভাবনা তৈরি হয়েছে৷

আগামী তিন দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি। কলকাতায় ১৮ ডিগ্রিতে নামতে পারে পারদ। তবে তার পর আবার ঠান্ডা কমবে। পরের দু’দিনে আবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সকালের দিকে কুয়াশার কারণে কমতে পারে দৃশ্যমানতা। এর ফলে যান চলাচলেও সমস্যা হতে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত পারদপতনের সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব বড় হেরফের হবে না। আবহাওয়া সব জেলায় শুকনো থাকবে। দার্জিলিং বা কালিম্পঙেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

 

Related articles

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...

ছাত্রীর নকাব টেনে খুললেন নীতীশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

চিকিৎসক পড়ুয়ার মুখের নকাব টেনে খোলায় গোটা বিশ্বের সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাথমিকভাবে এই ঘটনাকে নীতীশের...

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...
Exit mobile version