Thursday, August 21, 2025

পিছনে তাকিয়ে শুধুই কংগ্রেস সমালোচনা! রাজ্যসভায় মোদির ভাষণে নেই নতুন দিশা

Date:

নতুন উৎপাদনের ক্ষেত্রে বাজেট বক্তৃতায় দিশা দেখাতে পারেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তা নিয়ে বিরোধীরা বারবার আক্রমণ করলেও লোকসভায় (Loksabha) কোনও সদুত্তর দিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্যসভাতেও সেই একই অবস্থায় দেশের প্রধানমন্ত্রী। পিঠ বাঁচাতে সেখানেও পুরোনো বুলি আওড়ে কংগ্রেসকে আক্রমণের পথে নরেন্দ্র মোদি।

নিজের ব্যর্থতা ঢাকতে কংগ্রেস-নিন্দায় একেবারে স্বাধীনতার সময়ে পিছিয়ে যান নরেন্দ্র মোদি। বাবা সাহেব আম্বেদকরের সময়ে ভারতের ইতিহাস তুলে ধরেন। কংগ্রেস (Congress) সেই সময়ে আম্বেদকরকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করেনি, এমন অভিযোগ রাজ্যসভায় আবারও তোলেন মোদি। সেই সঙ্গে দাবি করেন, কংগ্রেস ‘জয় ভীম’ বলতে বাধ্য হয়েছিল।

লোকসভায় নরেন্দ্র মোদির ভাষণে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি নিয়ে কোনও দিশা দেখাতে না পারায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) মোদিকে জনবিচ্ছিন্ন বলে দাবি করেছিলেন। তারই পাল্টা রাজ্যসভায় (Rajyasabha) দাঁড়িয়ে মোদির দাবি, কংগ্রেসের পক্ষে ‘সবকা সাথ সবকা বিকাশ’ করা সম্ভব নয় তাঁর যুক্তি স্বজনপোষণ, দুর্নীতি বন্ধ করার মধ্যে দিয়েই একমাত্র সকলের বিকাশ করা সম্ভব। সেখানেও নতুন কোনও প্রতিশ্রুতি শোনা যায়নি দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে।

কেন্দ্রীয় বাজেটে এবারে তপশিলি উপজাতি উন্নয়নে বাজেট বরাদ্দ মাত্র ২ শতাংশ। তা নিয়ে একদিকে বামেরা, অন্যদিকে কংগ্রেস নেতৃত্ব সরব হয়েছে। এরপরেও রাজ্যসভায় দাঁড়িয়ে বিজেপি সরকারের মিথ্যাচারের নীতিই তুলে ধরেন মোদি। তাঁর দাবি, তাঁর সরকারই তপশিলি জাতি, উপজাতি উন্নয়নে প্রতিশ্রুতি পালন করেছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version