Saturday, August 23, 2025

মেদিনীপুর মেডিক্যালে স্যালাইনে ভেজাল-দূষণ ছিল না: HC-তে রিপোর্ট দিয়ে জানাল রাজ্য

Date:

স্যালাইনে ভেজাল বা দূষণ ছিল না- হাই কোর্টে রিপোর্ট দিয়ে জানাল রাজ্য। বৃহস্পতিবার, কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জমা পড়ল মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন-কাণ্ডের রিপোর্ট। হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে রাজ্যের তরফে রিপোর্ট জমা দেওয়া হয়। তবে, স্যালাইনের গুণমানের দায় রাজ্যের বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
আরও খবর: বিচ্ছেদের জল্পনা অতীত, অভিষেকের জন্মদিনে প্রেমমাখা বার্তা বচ্চন বধূর! তাহলে কি…

গত মাসে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে (Medinipur Medical College And Hospital) সন্তান প্রসবের পর পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তাঁর মধ্যে একজনের মৃত্যু হয়। অভিযোগ, স্যালাইন দেওয়ার পরেই তাঁরা অসুস্থ বোধ করেন। এই ঘটনার পরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের ১২ চিকিৎসককে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাসপেন্ড করা হয় হাসপাতালের সুপার এবং এক জুনিয়র ডাক্তারকেও। এই নিয়ে হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা হয়।

এদিন আদালতে দু’টি ভাগে রিপোর্ট জমা দিয়েছে সরকার। রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানান, রিপোর্টের দ্বিতীয় অংশ আদালতের কাছেই রাখা হোক। ফলে রিপোর্টের প্রথম অংশ আদালত পড়বে এবং মামলাকারীদেরও দেওয়া হবে। কিন্তু ওই ভাগটি এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না। কিশোর দত্ত আদালতে দাবি করেন, মেদিনীপুরের হাসপাতালের স্যালাইনে কোনও ভেজাল বা দূষণ ছিল না।

রিপোর্ট জমার আগেই রাজ্যের কাছে ক্ষতিপূরণের বিষয়ে জানতে চান প্রধান বিচারপতি। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানান এজি।  মৃতদের পরিবারের সদস্যকে চাকরির প্রস্তাবও দেওয়া দিয়েছে সরকার। প্রধান বিচারপতি মন্তব্য করেন, স্যালাইনের গুণমানের দায় রাজ্যের রয়েছে। ১০ দিন পর মামলার পরবর্তী শুনানি।

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version