Sunday, November 9, 2025

মেদিনীপুর মেডিক্যালে স্যালাইনে ভেজাল-দূষণ ছিল না: HC-তে রিপোর্ট দিয়ে জানাল রাজ্য

Date:

স্যালাইনে ভেজাল বা দূষণ ছিল না- হাই কোর্টে রিপোর্ট দিয়ে জানাল রাজ্য। বৃহস্পতিবার, কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জমা পড়ল মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন-কাণ্ডের রিপোর্ট। হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে রাজ্যের তরফে রিপোর্ট জমা দেওয়া হয়। তবে, স্যালাইনের গুণমানের দায় রাজ্যের বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
আরও খবর: বিচ্ছেদের জল্পনা অতীত, অভিষেকের জন্মদিনে প্রেমমাখা বার্তা বচ্চন বধূর! তাহলে কি…

গত মাসে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে (Medinipur Medical College And Hospital) সন্তান প্রসবের পর পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তাঁর মধ্যে একজনের মৃত্যু হয়। অভিযোগ, স্যালাইন দেওয়ার পরেই তাঁরা অসুস্থ বোধ করেন। এই ঘটনার পরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের ১২ চিকিৎসককে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাসপেন্ড করা হয় হাসপাতালের সুপার এবং এক জুনিয়র ডাক্তারকেও। এই নিয়ে হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা হয়।

এদিন আদালতে দু’টি ভাগে রিপোর্ট জমা দিয়েছে সরকার। রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানান, রিপোর্টের দ্বিতীয় অংশ আদালতের কাছেই রাখা হোক। ফলে রিপোর্টের প্রথম অংশ আদালত পড়বে এবং মামলাকারীদেরও দেওয়া হবে। কিন্তু ওই ভাগটি এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না। কিশোর দত্ত আদালতে দাবি করেন, মেদিনীপুরের হাসপাতালের স্যালাইনে কোনও ভেজাল বা দূষণ ছিল না।

রিপোর্ট জমার আগেই রাজ্যের কাছে ক্ষতিপূরণের বিষয়ে জানতে চান প্রধান বিচারপতি। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানান এজি।  মৃতদের পরিবারের সদস্যকে চাকরির প্রস্তাবও দেওয়া দিয়েছে সরকার। প্রধান বিচারপতি মন্তব্য করেন, স্যালাইনের গুণমানের দায় রাজ্যের রয়েছে। ১০ দিন পর মামলার পরবর্তী শুনানি।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version