Wednesday, December 3, 2025

মহিলাদের খেলা থেকে ট্রাম্প নিষিদ্ধ করলেন রূপান্তরকামীদের !

Date:

Share post:

মহিলাদের খেলায় রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করেই থামছেন না ডোনাল্ড ট্রাম্প। বরং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আগে সার্বিকভাবে মহিলাদের খেলা থেকে রূপান্তকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) উপরে চাপ তৈরির পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন, ২০২৮ সালে যখন আমেরিকার লস অ্যাঞ্জেলসে গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আসর বসবে, তার আগেই যেন এই নিয়ম পালটে ফেলা হয়।

ট্রাম্প যে আদেশনামা জারি করেছেন, তাতে দাবি করা হয়েছে, মহিলাদের খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে ‘সেক্স’ (বায়োলজিক্যাল দিক) বিবেচনা করে দেখা উচিত। লিঙ্গ পরিচয় বা টেস্টোটেরনের কম থাকার মতো বিষয়কে বিবেচনা করে কাউকে মহিলা খেলাধুলোয় অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। তবেই মহিলা অ্যাথলিটদের স্বার্থ সুরক্ষিত হবে।

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই ট্রাম্প স্পষ্ট করে দিয়েছিলেন যে, আমেরিকায় এ বার থেকে সরকারি খাতায় দু’টিই লিঙ্গ থাকবে— পুরুষ এবং স্ত্রী। এর বাইরে আর কোনও লিঙ্গপরিচয়কে স্বীকৃতি দেওয়া হবে না! চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ট্রাম্প জানিয়ে দেন, শীঘ্রই তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশও জারি করবেন।
রূপান্তরকামীদের জন্য এর আগে সরকারি নথিতে পৃথক লিঙ্গের ব্যবস্থা নিয়ে নীতি চালু করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। চার বছর আগে ওভাল অফিসের দায়িত্ব নিয়ে প্রথম দিনেই বাইডেন এই নীতি চালু করেছিলেন। ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসতেই ওই নীতি বদলে ফেলতে উদ্যোগী হন।

 

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...