চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন বুমরাহ ? এল বড় আপডেট

সূত্রের খবর, বুমরাহর চোট এখনও সারেনি। আপাতত এনসিএতেই থাকছেন ভারতীয় বোলার।

0
1

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন যশপ্রীত বুমরাহ? উঠছে প্রশ্ন। কারণ সূত্রের খবর, এনসিএতে করা হয়েছে বুমরাহর স্ক্যান এবং পরীক্ষা । আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব স্ক্যানের রিপোর্ট চলে আসবে। তারপরই বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাঁকে এনসিএ-তেই থাকতে বলা হয়েছে।

সূত্রের খবর, বুমরাহর চোট এখনও সারেনি। আপাতত এনসিএতেই থাকছেন ভারতীয় বোলার। জানা যাচ্ছে, এনসিএর চিকিৎসক দল বুমরাহর স্ক্যানের রিপোর্ট আসার পর বোর্ডের সঙ্গে আলোচনা করবেন। এরপাশাপাশি মতামত নেওয়া হবে নিউজিল্যান্ডের যে চিকিৎসককে বুমরাহ দেখিয়েছেন, সেই রোয়ান শাউটেনেরও। তাঁকেও স্ক্যান রিপোর্ট দেখানো হবে। তারপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে রাখা হয়েছে বুমরাহকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল জানানোর সময় এগিয়ে আসছে। তাই বুমরাহকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ভারতকে। এদিকে বুমরাহকে নিয়ে মুখ খুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে অধিনায়ক রোহিত জানিয়েছিলেন, স্ক্যান হয়ে গেলেই বুমরাহকে নিয়ে ধোঁয়াশা স্পষ্ট হবে।

আরও পড়ুন- ব্রিজভূষণের বাড়িতেই ফিরল কুস্তি ফেডারেশনের অফিস : সূত্র