Thursday, August 21, 2025

ফুটবলকে বিদায় মার্সেলোর, আবেগঘন বার্তা রোনাল্ডো-নেইমারের

Date:

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ব্রাজিলিও তারকা মার্সেলো। নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা জানান ব্রাজিলীয় ডিফেন্ডার। ক্লাব কেরিয়ারে রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৫টি ট্রফি জিতেছেন এই ফুটবলার। ব্রাজিলের হয়ে খেলেছেন ৫৮টি ম্যাচ। মার্সেলোর অবসরের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। শুভেচ্ছা জানিয়েছেন নেইমার জুনিয়র। শুভেচ্ছা জানিয়েছেন এক সময়ের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও।

২০০৭ সালে ব্রাজিলের ফ্লুমিনেন্সে থেকে মাদ্রিদে আসেন ব্রাজিলীয় ডিফেন্ডার। মাদ্রিদের ১৫ বছরের কেরিয়ারে ২৫টি ট্রফি জিতেছেন মার্সেলো। যার মধ্যে আছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও ছটি লা লিগা খেতাব। ২০২১-এ তাঁকে মাদ্রিদের অধিনায়ক করা হয়। ক্লাবের ১১৭ বছরের ইতিহাসে সেবারই প্রথম স্পেনের বাইরে কোনও ফুটবলারকে নেতৃত্বের আর্মব্যান্ড দেওয়া হয়। ২০২১-২২ মরশুমের শেষে গ্রিসের অলিম্পিয়াকোসে সই করেন মার্সেলো। পাঁচ মাস পরে চুক্তিভঙ্গ করেন। পরে চলে আসেন ছোটবেলার ক্লাব ফ্লুমিনেন্সে। ২০০৬ সাল থেকে ব্রাজিলে খেলছেন মার্সেলো। ২০১৮ সালে শেষবার দেশের জার্সি গায়ে নামেন তিনি।

মার্সেলোর বিদায়ে রিয়াল মাদ্রিদের তরফে বলা হয়, “মার্সেলো আমাদের ইতিহাসের অঙ্গ ও কিংবদন্তিদের মধ্যে অন্যতম।“ অন্যদিকে রোনাল্ডো লিখেছেন, “আমরা একসঙ্গে বহু সময় কাটিয়েছি। কত অসাধারণ ম্যাচ জিতেছি। সব কিছুর জন্য ধন্যবাদ। নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাই।“

নেইমার সোশ্যাল মিডিয়ায় লেখেন, তোমার সঙ্গে সময় কাটাতে পেরে গর্বিত। গর্বিত তুমি ব্রাজিলিয়ান। তোমার সঙ্গে প্রত্যেকটা মুহুর্ত উপভোগ করেছি।“

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং, ম্যাচের সেরা হয়ে কী বললেন টিম ইন্ডিয়ার নতুন সহ-অধিনায়ক ?

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version