শুক্রবার সকালেই চাঞ্চল্য বিধাননগরে। নিউটাউনের (Newtown) ঝোপের মধ্য থেকে পাওয়া গেল যুবতীর অর্ধনগ্ন দেহ। খবর পেয়ে ঘটনাচলে আসে নিউটাউন থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। নেপথ্যে কি খুন? শুরু তদন্ত।

পুলিশের প্রাথমিকভাবে অনুমান, ধর্ষণের পর খুন করা হয়েছে তরুণীকে। নিউটাউনের লোহার ব্রিজ সংলগ্ন ঝোপ থেকে উদ্ধার হয়েছে তরুণীর দেহ। ঠিক কী ঘটেছিল, তা এখনো অস্পষ্ট। মৃতার পরিচয় (identity) এখনো জানা যায়নি। মৃতদেহের ময়না তদন্ত (post mortem) হলে ধোঁয়াশা কিছুটা কাটার আশা। তবে পরিচয় জানতে তৎপর নিউটাউন পুলিশ।
–

–

–

–

–

–

–

–

–
