এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (International Criminal Court) উপর নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট (US President)। আমেরিকার বিরুদ্ধে একাধিক ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে দাবি ট্রাম্পের।
যুক্তরাষ্ট্র ও ইজরায়েলসহ তার মিত্রদের ‘নিশানা’ করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্যে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। এই ইস্যুতে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, কোনও মার্কিন নাগরিক বা মার্কিন সহযোগীর বিরুদ্ধে তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সাহায্য করলে সেই ব্যক্তি এবং তাঁর পরিবারের ওপর আর্থিক নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এরই সঙ্গে সেই ব্যক্তি এবং তাঁর পরিবারকে ভিসা দেওয়া হবে না।
–
–
–
–
–
–
–
–
–
–