সহযোগী দলগুলির অ্যাজেন্ডা চুরি কংগ্রেসের! দিল্লি জিতে কটাক্ষ মোদির

মোদির (Narendra Modi) দাবি, কংগ্রেসই দায়িত্ব নিয়ে সহযোগী দলগুলিকে ডুবিয়ে দিচ্ছে। আর সেই কাজ তারা করছে সহযোগী দলগুলির অ্যাজেন্ডা (agenda) চুরি করে।

দিল্লিতে ক্ষমতা দখলের পরেই দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে দিল্লি জয়ে কংগ্রেস যে বিজেপির অর্ধেক কাজ করে দিয়েছে, কার্যত সেই বার্তাই মোদির মুখে। আপের পরাজয়ে কংগ্রেসের (Congress) ভূমিকা নিয়ে কটাক্ষ মোদির।

নির্বাচন জিতে নির্বাচনী প্রচারে দেওয়া সব প্রতিশ্রুতি পালনের পাশাপাশি রাজধানীর সামগ্রিক উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেভাবে মহারাষ্ট্রে মহিলাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা হয়েছে সেভাবেই দিল্লিতে হবে বলে দাবি তাঁর। সেইসঙ্গে যমুনা পরিষ্কারেরও প্রতিশ্রুতি দিলেন তিনি।

আপকে (AAP) ক্ষমতাচ্যুত করে কেজরিওয়ালের দলের বিরুদ্ধে যত না মুখ খুললেন মোদি, তার থেকে বেশি কটাক্ষের মুখে ফেললেন কংগ্রেসকে। মোদির (Narendra Modi) দাবি, কংগ্রেসই দায়িত্ব নিয়ে সহযোগী দলগুলিকে ডুবিয়ে দিচ্ছে। আর সেই কাজ তারা করছে সহযোগী দলগুলির অ্যাজেন্ডা (agenda) চুরি করে। প্রচারে তাদেরই দেওয়া প্রতিশ্রুতি নিজেদের প্রতিশ্রুতি হিসেবে ব্যবহার করছে কংগ্রেস। একইভাবে তামিলনাড়ু, জম্মু-কাশ্মীর, বাংলাতেও সহযোগী দলগুলির অ্যাজেন্ডা চুরি করেছিল কংগ্রেস, দাবি মোদির।