Saturday, August 23, 2025

ইস্তফা অতিশির, বিজেপির মুখ্যমন্ত্রী কে: রাজভবনে  ‘দলত্যাগী’ লাভলি!

Date:

দিল্লি জয় যে আদৌ সম্ভব হবে তা ভাবেনি বিজেপি। ভোটা কাটাকাটির খেলায় শেষমেশ জিতে গেলেও কে হবেন মুখ্যমন্ত্রী, তা বাছতে এখন হিমশিম বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন আপ নেত্রী অতিশি (Atishi)। তবে তাঁর উত্তরসূরী কে হবেন, সেই ভাবনায় উঠে এসেছে মূলত তিন নাম। তবে কোনও সাংসদ, না কোনও বিধায়ককেই মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে তা নিয়ে চলছে জল্পনা। তারই মধ্যে রাজভবনে পৌঁছালেন কংগ্রেস-ত্যাগী অরবিন্দর সিং লাভলি (Arvinder Singh Lovely)। জল্পনা, বেইমানির পুরস্কার কী পাবেন তিনি?

দিল্লি বিধানসভার ৭০ আসনে পুরোপুরি মেরুকরণের (polarisation) ভোট হয়েছে যেখানে বিজেপি ৪৮ আসন ও আপ ২২টি আসন জিতেছে। তবে বিজেপির প্রাপ্ত ভোট ৪৫.৫৬ শতাংশ যেখানে খুব সামান্যই পিছিয়ে আপ (AAP)। তাদের প্রাপ্ত ভোট ৪৩.৫৭ শতাংশ। কার্যত কংগ্রেস লোকসভার ৪ শতাংশ থেকে বেড়ে যে ৬.৩৪ শতাংশে পৌঁছেছে সেই ভোটেই দিল্লি দখল বিজেপির। যদিও তার পাশাপাশি একাধিক আপ নেতা-মন্ত্রীর ভোটের আগে বিজেপিতে যোগকেও পরাজয়ের কারণ হিসাবে তুলে ধরছেন রাজনীতিকরা।

দিল্লির কালকাজি কেন্দ্রে বিজেপি নেতা রমেশ বিধুরিকে পরাজিত করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা (Atishi Marlena)। রবিবারই লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার (LG V K Saxena) সঙ্গে দেখা করেন তিনি। জমা দেন তাঁর পদত্যাগপত্র। সেই সঙ্গে মন্ত্রিসভা খারিজ করে দেওয়ারও প্রথাগত আবেদন জমা দেন।

এরপরই প্রশ্ন উঠেছে, কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানে জায়েন্ট কিলার হিসাবে উঠে আসা পরবেশ ভর্মার (Parvesh Verma) নাম উঠে এসেছে। নতুন দিল্লি কেন্দ্রে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ও সন্দীপ দীক্ষিতকে পরাজিত করা পরবেশ বিজেপির প্রাক্তন সাংসদ। তাঁর বাবা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সাহিব সিং ভর্মা।

তবে কোনও বিধায়ককেই মুখ্যমন্ত্রী করা হবে, এমনটাও জল্পনা। সেই মতো নাম উঠেছে তিনবারের বিধায়ক প্রবীণ নেতা বিজেন্দর গুপ্তা থেকে ব্রাহ্মণ মুখ হয়ে লড়াই করা সতীশ উপাধ্যায়েরও। আবার কংগ্রেস-আপ-ত্যাগী নেতাদেরও পুরস্কার দিতে পারে বিজেপি, এমনটাও জল্পনা। সেই জল্পনাকে উস্কে দিয়ে কংগ্রেস-ত্যাগী অরবিন্দর সিং লাভলি (Arvinder Singh Lovely) রবিবার পৌঁছান রাজভবনে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সিংয়ের (LG V K Saxena) সঙ্গে দেখা করতে যান। অতিশির পদত্যাগের পরেই লাভলির রাজভবন যাওয়ায় জল্পনা বেড়েছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version