Thursday, November 13, 2025

রাত পোহালেই শুরু মাধ্যমিক, রক্তদান শিবিরের মাইক খোলালেন ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক

Date:

রাত পোহালেই শুরু এবারের মাধ্যমিক পরীক্ষা।সোমবার থেকে পরীক্ষা শুরুর আগের দিন আজ, রবিবার পাড়ায় তারস্বরে মাইক বাজিয়ে রক্তদান শিবির চলছিল। আর সেই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে, পরিস্থিতি দেখেই রেগে আগুন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ।ক্ষুব্ধ বিধায়ক মঞ্চে তো উঠলেনই না, এমনকী দলীয় কর্মীদের ধমক দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে খোলালেন সেই মাইক।তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সবাই।

জানা গিয়েছে, রবিবার বালির সাপুইপাড়া এলাকায় রক্তদান উৎসবের আয়োজন করেছিল তৃণমূল। কুমিল্লাপাড়া পল্লিমঙ্গল সমিতির মাঠে সেই রক্তদান শিবির হচ্ছিল। সেই উপলক্ষে সকাল থেকেই তারস্বরে মাইক বাজানো হচ্ছিল এলাকায়। রক্তদান শিবিরের কর্মসূচিতে গিয়ে ওই মাইক বাজানো দেখেই রেগে যান ডোমজুড়ের বিধায়ক কল্যাণ।তিনি স্পষ্ট জানিয়ে দেন, মাইক না খুললে তিনি বেরিয়ে যাবেন।

এরপরই ক্ষুব্ধ বিধায়ক স্পষ্ট জানতে চান, মাইক বাজানো যাবে না বলে সিদ্ধান্ত হওয়ার পরেও কেন মাইক বাজানো হল।বিধা.কের রণংদেহী মূর্তি দেখে দলীয় কর্মীরাও ঘাবড়ে যান।তারা ক্ষমা চাইলেও, বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত মাইক খুলতে বলেন। কল্যাণ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, পরীক্ষার সময় মাইক বাজানো যাবে না। ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে, তা লক্ষ্য রাখা হবে।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version