Thursday, August 21, 2025

রাত পোহালেই শুরু মাধ্যমিক, রক্তদান শিবিরের মাইক খোলালেন ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক

Date:

রাত পোহালেই শুরু এবারের মাধ্যমিক পরীক্ষা।সোমবার থেকে পরীক্ষা শুরুর আগের দিন আজ, রবিবার পাড়ায় তারস্বরে মাইক বাজিয়ে রক্তদান শিবির চলছিল। আর সেই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে, পরিস্থিতি দেখেই রেগে আগুন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ।ক্ষুব্ধ বিধায়ক মঞ্চে তো উঠলেনই না, এমনকী দলীয় কর্মীদের ধমক দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে খোলালেন সেই মাইক।তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সবাই।

জানা গিয়েছে, রবিবার বালির সাপুইপাড়া এলাকায় রক্তদান উৎসবের আয়োজন করেছিল তৃণমূল। কুমিল্লাপাড়া পল্লিমঙ্গল সমিতির মাঠে সেই রক্তদান শিবির হচ্ছিল। সেই উপলক্ষে সকাল থেকেই তারস্বরে মাইক বাজানো হচ্ছিল এলাকায়। রক্তদান শিবিরের কর্মসূচিতে গিয়ে ওই মাইক বাজানো দেখেই রেগে যান ডোমজুড়ের বিধায়ক কল্যাণ।তিনি স্পষ্ট জানিয়ে দেন, মাইক না খুললে তিনি বেরিয়ে যাবেন।

এরপরই ক্ষুব্ধ বিধায়ক স্পষ্ট জানতে চান, মাইক বাজানো যাবে না বলে সিদ্ধান্ত হওয়ার পরেও কেন মাইক বাজানো হল।বিধা.কের রণংদেহী মূর্তি দেখে দলীয় কর্মীরাও ঘাবড়ে যান।তারা ক্ষমা চাইলেও, বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত মাইক খুলতে বলেন। কল্যাণ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, পরীক্ষার সময় মাইক বাজানো যাবে না। ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে, তা লক্ষ্য রাখা হবে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version