Saturday, November 8, 2025

মধ্যরাতে ভয়াবহ আগুন নারকেলডাঙ্গায়, ভষ্মীভূত প্রায় ৩০ ঝুপড়ি

Date:

ফের একবার অগ্নিকাণ্ডের সাক্ষী শহর। নারকেলডাঙ্গা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই প্রায় ৩০টি ঝুপড়ি। দমকলের ১৬টি ইঞ্জিন (fire tender) কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার মধ্যরাতে আগুন লাগার পর রবিবার সকালে স্থানীয়দের দাবি পুড়েছে প্রায় ৫০ পরিবারের ঘর। স্থানীয়দের দাবি ঘটনায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। আগুনের ভয়াবহতা এতই বেশি ছিল যে রবিবার সকালেও পকেট ফায়ার নেভানোর কাজ করতে হয় দমকলকে।

শনিবার মধ্যরাতে যখন নারকেলডাঙ্গার খালপাড় লাগোয়া গোটা বস্তি (slum) যখন ঘুমিয়ে পড়েছিল। সেই সময় হঠাতই আগুন লাগে। কোনওমতে প্রাণ হাতে করে বেরিয়ে আসেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের ঘরে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৬টি ইঞ্জিন।

অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় নারকেল লাগার বস্তিতে আগুন লাগার পর দমকলকে আগুনের উৎসস্থলে পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয়। ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। আচমকা ঘুমের মধ্যে আগুন লেগে যাওয়ায় ঘর থেকে বেরোতে না পারলে মৃত্যু হয় হাবিবুল্লা মোল্লা নামে এক প্রৌঢ়ের। কিভাবে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে দমকল। সেইসঙ্গে এই এলাকায় এত দাহ্য পদার্থইবা এলো কিভাবে, তদন্তে পুলিশ।

গোটা রাত আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয় দমকল বাহিনীকে। সকালে নিজেদের শেষ সম্বল খুঁজে নিতে জড়ো হন পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা। ঘটনায় একাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। সকালেও দমকল কর্মীরা পকেট ফায়ার (pocket fire) নিয়ন্ত্রণে কাজ করে।

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version