Sunday, November 9, 2025

বাবার বাধা, মিনাখাঁ পুলিশের হস্তক্ষেপে মাধ্যমিকে বসল পরীক্ষার্থী

Date:

জয়িতা মৌলিক
পরীক্ষা শুরু অ্যাডমিট কার্ড আনতে ভুল বা পরীক্ষা কেন্দ্র খুঁজে পাচ্ছে না পরীক্ষার্থী, পৌঁছতে পারছে না কেন্দ্রে- ত্রাতা পুলিশ। এই খবর প্রায়ই নজরে পড়ে। কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) প্রথমদিন এক পরীক্ষার্থীকে কার্যত পরীক্ষা বসাল পুলিশ। সাক্ষী মিনাখাঁ। বাবার বাধায় এবার মাধ্যমিক পরীক্ষায় বসাই বন্ধ হতে বসেছিল রেহানা খাতুনের। মিনাখাঁ থানায় (Minakhan P.S.) গিয়ে সমস্যা জানাতেই চিত্রটা বদলে গেল। বাবাকে থানায় ডেকে বুঝিয়ে, মেয়েকে পরীক্ষা হলে পৌঁছলেন পুলিশ আধিকারিক।

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) শুরু হল সোমবার। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর পুলিশ। বেলা ১১ নাগাদ হঠাৎই থানায় হাজির মালিয়ারি দোথিকানার বাসিন্দা ধুতুরদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রেহানা খাতুন। চোখে জল নিয়ে সে জানায়, তার বাবা আনার হসসাইন আকুঞ্জি তাকে মাধ্যমিক পরীক্ষা দিতে বাধা দিচ্ছেন। আটকে রেখেছেন অ্যাডমিট কার্ড (Admit Card)। এদিকে পরীক্ষাহলে ঢোকার সময় পেরিয়ে যাচ্ছে। মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক জানান, পরীক্ষার্থীর থেকে সব শুনে থানাতেই আনার হসসাইনকে ডেকে পাঠানো হয়। তাঁকে বুঝিয়ে তাঁর থেকে কাগজপত্র নেন থানার অফিসাররা। এর পর মিনাখাঁ থানার সাব ইন্সপেক্টর রাহুল মণ্ডল গড় চণ্ডীবাড়ি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ছাত্রীটিকে পৌঁছে দেন। কিন্তু ততক্ষণে পরীক্ষা হলে ঢোকার সময় পেরিয়ে গিয়েছে। তবে সাব ইন্সপেক্টর নিজে বিষয়টি বুঝিয়ে বলে ছাত্রীর পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেন। পুলিশের সাহায্যেই জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার বাধা টপকাতে পেরে খুশি রেহানা।
আরও খবর: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা রাজ্য সরকারের

এদিকে আরেক পরীক্ষার্থী মিনাখা গার্লস হাই স্কুলে পরীক্ষাকেন্দ্র হওয়া সত্ত্বেও, ভুল করে গড় চণ্ডীবাড়ি উচ্চ বিদ্যালয়ে চলে যায়। মিনাখাঁ থানার পুলিশ তাকেও তৎক্ষণাৎ পুলিশের গাড়ি করে তার সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে। এভাবেই পরীক্ষার্থীদের পাশে রয়েছে রাজ্য পুলিশ।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version