Saturday, November 8, 2025

মহাকুম্ভে এবার ডুব দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে উত্তরপ্রদেশের(uttarpradesh) প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও  সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেন তিনি। তার সঙ্গে সঙ্গমে পূণ্যস্নান করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সে রাজ্যের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।এদিন কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছিল মহাকুম্ভ মেলা চত্বর৷ রাষ্ট্রপতির (president)  পুণ্যস্থানের সময় ভাসমান জেটি থেকে পাহারা দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। ভাসমান জেটি থেকে নেমে আসা সিঁড়ি বেয়েই ত্রিবেণী সঙ্গমস্থলে নামেন রাষ্ট্রপতি মূর্মু। নিরাপত্তারক্ষীরা দড়ি দিয়ে তার স্নানের জায়গাটি ঘিরে দেন। পুণ্যস্নানের পর বড় হনুমান মন্দিরে পুজো দেন রাষ্ট্রপতি৷

ভার্চুয়াল পদ্ধতিতে পুণ্যার্থীরা কী ভাবে কুম্ভমেলার অভিজ্ঞতা লাভ করছেন, সেটাও দেখেন তিনি।রবিবার রাতে প্রয়াগরাজ পৌঁছেছিলেন রাষ্ট্রপতি। তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপর তারাই তাকে ত্রিবেণী সঙ্গম নিয়ে যান। গত ৫ ফেব্রুয়ারি ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রয়াগরাজে(prayagraj) পৌঁছানোর পর থেকে তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও স্নানের সময় একাই দেখা যায় মোদিকে।

বিগত কয়েক দিনে মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটে গেছে। অগ্নিকাণ্ড থেকে শুরু করে পদপিষ্টের ঘটনায় একাধিকজনের মৃত্যু হয়েছে। তারপর থেকেই কুম্ভে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।প্রধানমন্ত্রীর প্রয়াগরাজ আসার দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণ এবং প্রধানমন্ত্রীর স্নানের খুঁটিনাটি নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। নিরাপত্তায় যাতে কোনও রকম ফাঁকফোকর না থাকে তা নিশ্চিত করেন।

 

 

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version