Thursday, August 21, 2025

রানের খরা কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে কী বললেন রোহিত ?

Date:

অবশেষে রানের খরা কেটেছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন হিটম্যান। ৯০ বলে খেলেছেন ১১৯ রানের ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই রান যে স্বস্তির তা স্বীকার করে নিলেন রোহিত। বললেন, এ ভাবেই খেলতে চাই। নেমে দলকে জেতাতে চাই।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, “ যখন কেউ এত বছর ধরে খেলে এত রান করেছে, তার মানে সে ব্যাট করতে জানে। আমি জানতাম, কীভাবে রান করতে পারব। সেটাই প্রতি ম্যাচে নেমে করতে চেয়েছি। শুধু ব্যাটে-বলে হচ্ছিল না। এই ম্যাচেও সেটাই করেছি। আলাদা কিছু নয়। প্রতিটা ম্যাচে মাঠে নেমে দলের জন্য রান করতে চেয়েছি। কখনও হয়েছে। কখনও হয়নি। কিন্তু আমার পরিকল্পনা স্পষ্ট ছিল। সেটাই আমার কাছে আসল ছিল। কারণ, এই পরিকল্পনা কাজে লাগিয়েই তো এত বছর রান করেছি। তাহলে এখন কেন পারব না? সেই প্রশ্ন করেছি। মানসিকতা বদলাইনি।“

এখানেই না থেমে রোহিত আরও বলেন, “ আমি শুধু নিজের কাজটা করেছি। এতদিন ধরে খেলছি। একটা বা দুটো ইনিংস আমার জীবন বদলে দেবে না। এ ভাবেই খেলতে চাই। নেমে দলকে জেতাতে চাই। যখন রান পাচ্ছিলাম না, তখনও এই ভাবেই ভেবেছি। এখনও এই ভাবে ভাবছি। কীভাবে ব্যাট করব সেটাকে কয়েক ভাগে ভাগ করে নিয়েছিলাম। পরিবেশকে বুঝে নিয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হয়। চেয়েছিলাম মনঃসংযোগ ধরে রেখে যতটা বেশি সময় সম্ভব ব্যাট করতে। ব্যাটের মাঝখান দিয়ে শট খেলা গুরুত্বপূর্ণ। ওরা চাইছিল আমার শরীর লক্ষ্য করে বল করতে। শট খেলার জায়গা দিতে চাইছিল। আমি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ব্যাট করে চেষ্টা করেছি ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে বার করার। সফলও হয়েছি।“

আরও পড়ুন- রোহিতের ব্যাট হাতে দাপট, এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ভারতের

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version