Sunday, November 2, 2025

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধায় বিধানসভায় শোকপ্রস্তাব, আলোচনায় মনমোহনের প্রশংসা শাসক-বিরোধীদের

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের (Manmohan Singh) স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনা এক শোক প্রস্তাবের উপর বিধানসভার বাজেট অধিবেশনের (Assembly Budget Session) দ্বিতীয়দিনে আলোচনা হয়। মঙ্গলবার শাসক ও বিরোধী পক্ষের একাধিক বিধায়ক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। সরকারপক্ষের তিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়া এবং চন্দ্রিমা ভট্টাচার্য, বিরোধী বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও আলোচনায় অংশ নেন। আলোচনার শেষের শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে বিধানসভায় গৃহীত হয়। এছাড়াও এক পৃথক প্রস্তাবে সদ্যপ্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদ, উস্তাদ জাকির হোসেন, শ্যাম বেনেগাল, রাজা মিত্র-সহ বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করা হয়।

আলোচনায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মনমোহন সিংকে দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন। তাঁর আমলে দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কথা উল্লেখ করে শোভনদেব বলেন, বামপন্থীরা সর্বস্তরে কাজের বিরোধিতা করলেও মনমোহন সিং তাঁর নিজের চলার পথে অবিচল ছিলেন। ১০০ দিনের কাজ, তথ্যের অধিকার আইনের মত ইউ পিএ জমানার গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প ও পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।

রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, ড:মনমোহন সিং নিজে একটি প্রতিষ্ঠান। তিনি একাধারে ছিলেন দক্ষ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ। দেশকে অর্থনৈতিক সংকট থেকে রক্ষা করেছিলেন মনমোহন। বামপন্থীরা পদে পদে তাঁর কাজে বাধা দিয়েছে। আর্থিক সংস্কার নিয়ে গেল গেল রব তুলেছে। এমনকী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে। পরে অবশ্য সবাই এর সুফল বুঝতে পেরেছে। দেশ আজ যে মাথা তুল দাঁড়িয়ে আছে তার পিছনে মনমোহন সিংয়ের করা অর্থনৈতিক সংস্কারের বিরাট ভূমিকা আছে বলে মত মানসের।
আরও খবর: বিধানসভার বাজেট অধিবেশনে ভাষণ দিতে চান ধনকড়! অনুতপ্ত বলেই সিদ্ধান্ত: মত কুণালের

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মনমোহন সিংকে (Manmohan Singh) শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি এমন মানুষ ছিলেন তাঁকে শ্রদ্ধা না করে পারা যায় না। ধীর-স্থির-ধৈয্য ধরে সমালোচকদের জবাব দিয়েছেন। কিন্তু কোনও সময় কটু বাক্য প্রয়োগ করতে হয়নি। আমার সুযোগ হয়েছিল তাঁর সঙ্গে দেখা করার। তাঁর জীবনযাত্রা কে অনুকরণীয় আদর্শ হিসাবে স্মরণ করছি।

বিরোধী পক্ষের মুখ্য সচেতক, শঙ্কর ঘোষ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলেন, মনমোহন সিং তাঁর বিচক্ষণতা এবং অর্থনৈতিক প্রাজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের অর্থনীতিকে সুস্থিত রেখেছিলেন। তাঁর অর্থনৈতিক সংস্কার দেশকে সমৃদ্ধ করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর সরল এবং অনাড়ম্বর জীবন যাপন রাজনীতির জগতের সকলের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে।

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...