Thursday, August 28, 2025

BGBS-র মঞ্চে বাংলায় বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান জানান ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourabh Ganguli)। তার পরে আচমকাই মঙ্গলবার বিকেলে নবান্নে হাজির মহারাজ। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মিনিট পঁতাল্লিশ কথা হয়েছে BCCI-এর প্রাক্তন সভাপতির। যদিও তাঁদের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে তা নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু না জানানো হলেও পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সৌরভের প্রস্তাবিত শিল্পের জমি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সদ্য সমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেরর মঞ্চে বাংলার শিল্প পরিবেশ নিয়ে ভূয়সী প্রশংসা করেন ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক। বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করছেন, যাতে বাংলাও এগিয়ে যায়। আমি ব্যবসা বিশেষ বুঝি না। তবে গত এক বছর ধরে এই রাজ্যে বিনিয়োগ করার অভিজ্ঞতা থেকে বুঝেছি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই নয় ওঁর দফতর থেকেও খুব সাহায্য ও সমর্থন পেয়েছি। এই রাজ্য আরও বিনিয়োগ টানবে বলেই আমার আশা।” বিভিন্ন দেশের কনসাল জেনারেল, দেশ-বিদেশের তাবড় শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানান সৌরভ (Sourabh Ganguli)। বলেন, তাঁর তৃতীয় ইস্পাত কারখানা শীঘ্রই সামনে আসবে।

এরপরেই এদিন নবান্নে (Nabanna) গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মহারাজ। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছন। ৪৫ মিনিট আলোচনার পরে সন্ধে সোয়া ছটা নাগাদ নবান্ন থেকে বের হন তিনি। সূত্রের খবর, ১ টাকা নয়, ১০০ কোটি টাকা দিয়ে শালবনিতে ৩৫০ একর জমি কিনেছেন সৌরভ। সরকারি টেন্ডারের মাধ্যমে জমি কেনা হয়েছে বলে জানা গিয়েছে। এই জমি আগে প্রয়াগের কাছে ছিল। সেই জমি ২০ লাখ একর হিসেবে কিনেছেন সৌরভ। কিন্তু এই জমি নিয়ে জটিলতা তৈরি হয়। ১৩ ফেব্রুয়ারি শুনানি। তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশষজ্ঞ মহলের।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version