Thursday, August 21, 2025

দুই চিকিৎসককে নোটিশ স্বাস্থ্য দফতরের: প্রাইভেট সংস্থায় স্বাস্থ্য সাথীর বেনিয়মে তলব

Date:

স্বাস্থ্য সাথীর টাকা জনগনের। তা নিয়ে কোনও চিকিৎসক কোনও ধরনের বেনিয়ম করলে সরকার কোনওভাবে রেয়াত করবে না, স্পষ্ট জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই স্বাস্থ্য দফতর তৎপরতার সঙ্গে স্বাস্থ্য সাথীর বেনিয়ম খুঁজতে তদন্ত শুরু করে। এবার সেই অভিযোগে দুই জেলার দুই চিকিৎসককে নোটিশ পাঠালো স্বাস্থ্য দফতর (Department of Health and Family Welfare)।

পূর্ব মেদিনীপুরের (East Medinipur) মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার অনিক দাসকে নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে হুগলির (Hooghly) ইমামবাড়া জেলা হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট সৌম্য পালকেও নোটিশ দেয় স্বাস্থ্য দফতর (Health Department)। অভিযোগ, সরকারি হাসপাতালে কাজে যুক্ত না থাকাকালীন তাঁরা প্রাইভেট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থেকেছেন। সেই সব প্রাইভেট সংস্থায় স্বাস্থ্য সাথীর (Swastha Sathi) অধীনে চিকিৎসাও করেছেন নিয়ম ভেঙে। অথচ সরকারি হাসপাতালে সেই সময় পরিষেবা দেননি।

বিধানসভার অধিবেশনের সময় মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন, স্বাস্থ্যসাথী কার্ডের (Swastha Sathi card) টাকা কিন্তু আমার-আপনার নয়। ওই টাকা জনগণের। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই মতো এবার ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্য দফতরে ডেকে পাঠানো হল দুই চিকিৎসককে। তাঁদের প্রাইভেট প্র্যাকটিসের জন্য ছাড়পত্র যে রয়েছে, সেই সংক্রান্ত নথিও নিয়ে আসতে বলা হয়েছে নির্দেশিকায়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version