Friday, July 4, 2025

বড় ধাক্কা ভারতীয় শিবিরে, চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরাহ

Date:

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা বোলার যশপ্রীত বুমরাহ। বুমরাহর জায়গায় দলে হর্ষিত রানা । এদিন এমন্টাই জানান হল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকেও। বাদ পড়েছেন যশস্বী জসওয়ালও।

এদিন বোর্ডের তরফে বলা হয়, চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ। বুমরাহর জায়গায় দলে হর্ষিত রানা।

বর্ডার-গাভাস্কর ট্রফির সিডনি টেস্টে চোটের কারণে মাঠ ছাড়েন বুমরাহ। তারপর আর মাঠে নামেননি ভারতীয় তারকা পেসার। এই মুহুর্তে এনসিএতে রয়েছেন তিনি। সেখানেই চিকিৎসা চলছে বুমরাহর। সূত্রের খবর, শেষ মুহুর্ত পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টা করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহকে খেলানোর। বুমরাহর খেলার ১ শতাংশ সম্ভাবনাও থাকলেও তাহলে তাঁকে প্রতিযোগিতায় নিয়ে যাওয়া হত। কিন্তু শেষমেষ হল না। চোটের জন্য ছিটকে যেরে হল বুমরাহকে। আর তাঁর জায়গায় দলে ধুকলেন হর্ষিত । ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় বুমরাহের পরিবর্ত হিসাবে খেলছেন হর্ষিত।

এদিকে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, সাবস্টিটিউট হিসেবে যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে থাকছেন। তবে তাঁরা ভারতের মূল দলের সঙ্গে দুবাইয়ে যাবেন না। প্রয়োজন হলে তাঁদের দুবাইয়ে পাঠানো হবে।

এক নজরে ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন- হকি বেঙ্গল এবং শ্রাচী স্পোর্টস এর উদ্যোগে পালন করা হল গুরবক্স সিং এর ৯০তম জন্মদিন , বিশেষ সম্মান শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্সদের

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version