Sunday, November 9, 2025

সংসদে বাংলাকে বাজেট বঞ্চনা নিয়ে সরব হয়েছেন একের পর এক বাংলার সাংসদরা। তারই পাল্টা পুরনো তথ্য দিয়ে কেন্দ্র সরকারের মুখ রক্ষা করার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তাঁর সেই ফাঁকা আওয়াজ কতটা ফাঁকা ফের একবার প্রমাণ করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয় না, বলেই তোপ মুখ্যমন্ত্রীর।

লোকসভায় অর্থমন্ত্রী দাবি করেন কেন্দ্রের প্রকল্পের নাম বদলে রাজ্য প্রচারের আলোয় আসার চেষ্টা করেছে। সেখানে মুখ্যমন্ত্রীর সাফ জবাব, বাংলাকে নিয়ে আপনি কম ভাবুন। কোথায় গেল আপনার উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana)? বাংলা না হয় কেন্দ্রের নাম ব্যবহার করে দেবে। কিন্তু উজ্জ্বলা নিয়ে নির্বাচনের আগে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন সেই উজ্জ্বলার ভবিষ্যৎ কি, প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

বারবার বাংলার সাংসদরা রাজ্যের বকেয়া টাকা কেন্দ্র থেকে না পাওয়ার অভিযোগ তুলেছেন। বাংলার পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিও এবার কেন্দ্রের থেকে প্রাপ্য বকেয়া দাবি করেছে। সেই প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রীকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর, আপনি কিছুই করেন না, শুধু ভাষণ দেন। কোথায় গেল আপনার টাকা? এবার তো গুজরাটের (Gujarat) মত রাজ্যও দাবি করছে কেন্দ্র তাদের টাকা দেয়নি। আপনারা রাজ্যগুলিকে টাকা দিচ্ছেন না।

কেন্দ্রীয় বাজেটে যেভাবে অর্থের বন্টন ও কর কাঠামোর বিষয়ে প্রস্তাব পেশ হয়েছে তাতে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় (federal structure) আঘাত, বলে দাবি মুখ্যমন্ত্রীর। রাজ্য বাজেটের অধিবেশনের পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রতি মুখ্যমন্ত্রী স্পষ্ট দাবি, আপনারা সবকিছুই করছেন নিজেদের হাতে নিয়ন্ত্রণ রাখতে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুল্ডোজ (bulldoze) করতে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version