বিধানসভায় চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্বের মেয়াদ একদিন বাড়ল। বৃহস্পতিবার, রাজ্য সরকার সব-এ-বরাতের ছুটি ঘোষণা করায় টানা চার দিন মুলতুবি থাকবে বিধানসভার অধিবেশন (Assembly Session)। সোমবার ফের অধিবেশন শুরু হবে।

সোম ও মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের উপর আলোচনা হবে। বুধ ও বৃহস্পতিবার রাজ্য বাজেটের উপর আলোচনা হবে বিধানসভায়।
সব-এ-বরাত ও পঞ্চানন বর্মার জন্মদিবস উপলক্ষ্যে এই সপ্তাহে অতিরিক্ত দুদিন ছুটি ঘোষণা করে রাজ্য সরকারের। সব-এ-বরাত উপলক্ষ্যে ১৩ তারিখ, বৃহস্পতিবার এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষ্যে ১৪ তারিখ শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করল নবান্ন। মঙ্গলবার নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। ১৫ ও ১৬ তারিখ শনি ও রবিবার থাকায় ছুটি থাকবে। ফলে চলতি সপ্তাহে পর পর চার দিন ছুটি। কিন্তু ২০২৪-এর ২২ নভেম্বর রাজ্য সরকারের ছুটির যে তালিকা ঘোষণা করা হয়েছিল, সেখানে ১৪ তারিখ ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের পাশাপাশি সব-এ-বরাতের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে পরে দেখা যায়, ১৪ নয়, সব-এ-বরাত ১৩ ফেব্রুয়ারি। সেই কারণে এদিন নতুন করে ছুটির বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়। এর জেরে বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন (Assembly Session) বসছে না। এর জেরে প্রথম পর্বে একদিন মেয়াদ বাড়ানো হল।

–

–

–

–

–

–

–

–
