Saturday, November 8, 2025

নিউটাউনে পাশবিকতার বলি নাবালিকা, টোটোচালকদের জন্য বড় পদক্ষেপ কলকাতা পুলিশের

Date:

ভিন রাজ্য বা ভিন জেলা থেকে কলকাতা শহরে জীবিকার খোঁজে। তাদের মধ্যে অপরাধপ্রবণতা কতটা, নজরদারি জারির পরিকল্পনা কলকাতা পুলিশের (Kolkata Police)। নিউটাউনের পাশবিক ঘটনার জেরে এবার কড়া পদক্ষেপের পথে কলকাতা পুলিশ। নিউটাউন (Newtown) এলাকার সব টোটোচালককে তাঁদের বিস্তারিত পরিচয় নথিভুক্ত করতে হবে কলকাতা পুলিশের ওয়েবসাইটে। সেই অনুযায়ী তাঁরা পাবেন বিশেষ পরিচয়পত্র। নিউটাউনে টোটোচালকের (toto driver) নৃশংস খুন-ধর্ষণের ঘটনার পরে পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ।

নিউটাউন এলাকায় কয়েক হাজার টোটো ও ই-রিক্সা চালক। তাঁদের অনেকেই ভিন রাজ্যের। আবার অনেকে রাজ্যের কোনও জেলা থেকে শহরে এসে টোটোচালক (toto driver) হিসাবে জীবিকা নির্বাহ করেন। সেইরকমই নদিয়ার সৌমিত্র রায়ও নিউটাউনে টোটো চালাতেন। এই সব টোটো ও ই-রিক্সা চালকদের আলাদা পরিচয় পত্র দেবে কলকাতা পুলিশ। সেই পরিচয়পত্র (identity card) ছাড়া এলাকায় তাঁরা গাড়ি চালাতে পারবেন না।

কলকাতা পুলিশের (Kolkata Police) ওয়েবসাইটে নিজেদের নাম ও সমগ্র পরিচয়পত্র (identity card) আলপোড করতে হবে। সেই পরিচয় অনুযায়ী চালকদের অতীতে অপরাধ প্রবণতা, তারা কোথা থেকে এসেছেন ও তাঁদের অন্যান্য সব তথ্য সংগ্রহ করে রাখবে কলকাতা পুলিশ। ফলে যে কোনও ঘটনায় তদন্তে সুবিধা হবে। তার থেকে গুরুত্বপূর্ণ, আগে থেকে কোনও ধরনের অপরাধ রোখা সম্ভব হবে কলকাতা পুলিশের পক্ষে।

নিউটাউনের ঘটনায় টোটোচালকের অপরাধ প্রবণতায় হতবাক মনস্তত্ত্ববিদরাও। এই ঘটনার পরে নিউটাউনে আলোর ব্যবস্থা করা থেকে নির্জন এলাকায় নজরদারি নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে নিউটাউন থানার পক্ষ থেকে। তার পাশাপাশি অপরাধের সঙ্গে যুক্তদের চিহ্নিতকরণেও জোর দিচ্ছে কলকাতা পুলিশ।

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version