কুলতলিতে বিশেষ চাহিদাসম্পন্ন নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী 

0
1

নাবালিকা ধর্ষণের ঘটনায় ফের শিরোনামে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি (Kultali, South 24 Parganas)। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। হাতেনাতে পাকড়াও করে অভিযুক্তকে গণধোলাই স্থানীয়দের।

পুলিশ সূত্রে জানা যায়, নাবালিকার মা-বাবা এবং দিদি কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সেই অবস্থার সুযোগ নিয়ে প্রতিবেশী ‘কাকা’ বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ।নাবালিকার চিৎকারে আশেপাশের লোকজন বাড়িতে গিয়ে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ। তাঁদের সন্দেহ বাড়ে। এরপর জানলা দিয়ে নগ্ন অবস্থায় মেয়েটিকে দেখে গোটা বিষয়টি বুঝতে কোনও অসুবিধা হয়নি। প্রতিবেশী সেই মুহূর্তে ঘরের ভিতরেই ছিলেন। এরপরই অভিযুক্তের উপর চড়াও হয় স্থানীয়রা। তাঁকে গণধোলাই দেওয়ার পর খবর যায় কুলতলি থানায় (Kultali Police Station)। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বুধবার নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হবে বলে খবর। দোষীর কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর।