Wednesday, November 5, 2025

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার রাজ্যের মানুষকে সব রকম পরিষেবা সম্পূর্ণভাবে দিতে বদ্ধপরিকর। দিনের পর দিন মানুষকে ভুল বুঝিয়ে সরকারি প্রকল্পে বাড়ি পাওয়া থেকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই বঞ্চনার জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পের মাধ্যমে মানুষে মাথার উপরে ছাদ দেওয়ার ব্যবস্থা করেছে। লোকসভায় দাঁড়িয়ে যেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) উত্তর দিতে পারেননি, কেন কেন্দ্রের সরকার তিন বছর ধরে ২০১৬-১৭ অর্থবর্ষের আবাস প্রকল্পের গরমিলের তথ্য দিয়ে বাংলাকে বঞ্চনার তথ্য ঢাকার চেষ্টা করেন। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর পথে নতুন করে ১৬ লক্ষ মানুষকে বাংলার বাড়ি তুলে দেওয়ার পথে হাঁটলেন রাজ্য বাজেট ২০২৫-এ (State Budget 2025)।

২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পে বাড়ির টাকা পাওয়া শুরু করেছেন বাংলার মানুষ। প্রথম ধাপে ১২ লক্ষ পরিবারকে বাড়ি দেওয়া হয়। ডিসেম্বরের প্রথম কিস্তির পরে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকাও দেওয়ার রাজ্যের পরিকল্পনার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার নতুন করে ১৬ লক্ষ বাংলার বাড়ির (Banglar Bari) ঘোষণা রাজ্য সরকারের। এই খাতে বরাদ্দ (allocation) করা হল ৯৬০০ কোটি টাকা।

প্রথম ধাপে ১২ লক্ষ পরিবারের জন্য প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা দেওয়া হয়। এজন্য রাজ্যের ব্যয় হয় মোট ১৪৭৭৩ কোটি টাকা। সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ওই টাকা। একই পদ্ধতিতে সেই বরাদ্দ হবে পরবর্তী ধাপের ১৬ লক্ষ পরিবারের জন্যও।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version