Thursday, November 13, 2025

ইংল্যান্ডের লিগে দল কিনতে শাহরুখের পথের কাঁটা চেলসির মালিক

Date:

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ ক্রিকেট লিগে দল কেনা নিয়ে উঠেপড়ে লেগেছেন আইপিএল মালিকরা। ইতিমধ্যেই লখনউ, মুম্বই এবং হায়দরাবাদের মালিকেরা ইংল্যান্ডের লিগে দল কিনেছেন।ঠিক সেরকমভাবেই একটি দল কেনার চেষ্টায় করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। তবে চেলসির মালিক টড বোয়েলির কাছে হার মানতে হল তাকে।‘দ্য হানড্রেড’-এর ক্লাব ট্রেন্ট রকেট্‌স কেনার জন্য ঝাঁপিয়েছিলেন শাহরুখ।কিন্তু তিনি লড়াইয়ে জিততে পারেননি। বোয়েলি এবং চেলসির ডিরেক্টর জোনাথন গোল্ডস্টেনের যৌথ উদ্যোগে তৈরি রিয়্যাল এস্টেট সংস্থা কেন ইন্টারন্যাশনাল কিনে নিয়েছে রকেট‌্‌সের ৪৯ শতাংশ শেয়ার।জানা গিয়েছে, প্রায় ৪২০ কোটি টাকা দিয়ে রকেটস দলটি কিনেছেন বোয়েলি। ভারতীয় বিনিয়োগকারী অমিত জৈনও এই দলটি কেনার চেষ্টা করেছিলেন। পাশে পেয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তবে তিনিও দলটি।কনতে সক্ষম হননি।

কেকেআরের মালিক এখন রেড চিলিজ এন্টারটেনমেন্ট সংস্থা। শাহরুখ ছাড়াও এই সংস্থার কর্ণধার হিসাবে রয়েছেন ব্যবসায়ী জয় মেহতা এবং অভিনেত্রী জুহি চাওলা। এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (ত্রিনবাগো নাইট রাইডার্স), মেজর লিগ ক্রিকেট (লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স) এবং আমিরশাহি লিগে (আবু ধাবি নাইট রাইডার্স) দল রয়েছে শাহরুখের সংস্থার।

‘দ্য হানড্রেড’ লিগে লখনউয়ের মালিক আরপিএসজি গ্রুপ কিনেছে ম্যাঞ্চেস্টার অরিজিনাল্স। হায়দরাবাদ কিনেছে নর্দান সুপারচার্জার্স। মুম্বই কিনেছে ওভাল ইনভিন্সিবল্স। পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের মালিক জিএমআর গ্রুপ চেষ্টা করছে সাদার্ন ব্রেভ দলটি কেনার।২০২২ সালে ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতা জিতেছিল রকেট্‌স। এই দলে রয়েছেন জো রুট, আলেক্স হেলস, রভমান পাওয়েলের মতো ক্রিকেটার।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version