Friday, November 14, 2025

মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে ফের দুর্ঘটনা, প্রাণ গেল দুই পুণ্যার্থীর

Date:

Share post:

মহাকুম্ভ থেকে পুণ্যস্নান সেরে ফেরার পথে ফের দুর্ঘটনা।এবার ঘটনাস্থল বিহারের সাসারাম এলাকায়। ঘটনায় প্রাণ গেল দুই পুণ্যার্থীর। গুরুতর জখম আরও চারজন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সাসারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা গিয়েছে, গত শনিবার দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের কলাপোল থেকে একটি ম্যাক্স গাড়ি করে ৮ জন পুন্যার্থী মহাকুম্ভে মহাস্নানে গিয়েছিলেন। বুধবার ভোররাতে ফেরার পথে বিহারের(bihar) সাসারামের কাছে তাদের গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে একটি লরি। ওই দুর্ঘটনায় ২ মহিলার মৃত্যু হয়েছে। একজনের নাম লক্ষ্মী চক্রবর্তী এবং অন্যজনের নাম জিতু দাস।

প্রসঙ্গত, গত মঙ্গলবার মহাকুম্ভে( maha kumbha) পুণ্যস্নান সেরে ফেরার সময় মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ৭ জনের। আহত আরও অনেকে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশের জব্বলপুরে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে চালকের কোনও ত্রুটি ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মালবাহী ট্রাকটি হাইওয়ের ভুল লেন ধরে আসছিল। ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে পরে সেটি পুণ্যার্থীবোঝাই বাসে ধাক্কা মারে।

সময় যত গড়াচ্ছে প্রয়াগরাজের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। অভিযোগ, ট্রেনে তিলধারণের জায়গা যেমন নেই, তেমনি সড়ক পথে আসতে গিয়ে চার ঘণ্টার রাস্তা পেরোতে সময় লেগে যাচ্ছে ১২ ঘন্টারও বেশি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, প্রয়াগরাজে যাওয়ার ৩৫ কিলোমিটার আগে থেকেই রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গাড়ি।

 

 

 

spot_img

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...