Tuesday, November 4, 2025

পার্টিতে সংসদীয় প্রভাব: জ্যোতি বসুকে প্রধানমন্ত্রিত্বে বাধাতেই এখনও সায় CPIM-এর!

Date:

Share post:

কেন তাঁরা শূন্যে, আবারও প্রমাণ করে দিল সিপিআইএম (CPIM)। ১৯৯৬ সালে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে (Jyoti Basu) প্রধানমন্ত্রী না হতে দেওয়ার সিদ্ধান্ত এখনও সঠিক বলে মনে করে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি (Central Committee)। কমিটির সাম্প্রতিক দলিলে একেবারে সেই ১৯৯৬ সালের সংশোধনীকেই মান্যতা দেওয়া হয়েছে। এই দলিল প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে মত যেভাবে মানুষের মনোভাব বুঝতে না পেরে ক্রমশ শূন্যে নেমে গিয়েছে বামেরা এবং সেই মনোভাবের যে আজও কোন পরিবর্তন হয়নি তারই প্রতিফলন বামেদের দলিলে।

তামিলনাড়ুর মাদুরাইতে (Madurai) ২ এপ্রিল থেকে সিপিআইএমের পার্টি কংগ্রেস (CPIM Party Congress) অনুষ্ঠিত হবে। তার আগে সর্বসম্মতিক্রমে তৈরি হচ্ছে পার্টির দলিল। আর সেখানেই উল্লেখযোগ্যভাবে যে সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক ভুল’ বলে দাবি করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu), সেই সিদ্ধান্তকেই ফের একবার মান্যতা দিল সিপিআইএম (CPIM)। ১৯৯৬ সালে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া সঠিক বলে নাম না করে দাবি করা হল দলিলে।

কার্যত নিজেদের মনোভাব তুলে ধরতে গিয়ে পার্টির দলিলে বলা হয়েছে, এখনও সদস্যদের মধ্যে সংসদীয় (parliamentary post) মোহ রয়েছে। যা দলের কৌশলগত চলার পথের উপর নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি প্রভাবিত করছে কর্মীদের। সেই সঙ্গে জ্যোতি বসুর (Jyoti Basu) নাম না উল্লেখ করে তাঁকে প্রধানমন্ত্রী (Prime Minister) হওয়া থেকে আটকাতে যে সংশোধনী নোট তুলে ধরা হয়েছিল সিপিআইএমের পক্ষ থেকে, তার উল্লেখ করা হয়েছে।

একদিকে একের পর এক রাজ্যে জমি হারিয়েছে সিপিআইএম (CPIM)। সংসদে (Parliament) তাঁদের হাতে গোনা প্রতিনিধিত্ব। অন্যদিকে তাদের তথাকথিত রণকৌশল যে সাধারণ মানুষ সন্তর্পনে এড়িয়ে চলতে চাইছেন সেটাও বোঝার ক্ষমতা হারিয়েছেন বাম নেতৃত্ব। এখনও তারা সংসদীয় রাজনীতিতে পদাধিকারকে সঠিক লাইন বলে মনে করছেন না। সেখানেই রাজনৈতিকদের মত, এই কারণেই বাংলায় শূন্যে নেমে গিয়েছেন বামেরা।

spot_img

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...