Friday, November 28, 2025

পার্টিতে সংসদীয় প্রভাব: জ্যোতি বসুকে প্রধানমন্ত্রিত্বে বাধাতেই এখনও সায় CPIM-এর!

Date:

Share post:

কেন তাঁরা শূন্যে, আবারও প্রমাণ করে দিল সিপিআইএম (CPIM)। ১৯৯৬ সালে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে (Jyoti Basu) প্রধানমন্ত্রী না হতে দেওয়ার সিদ্ধান্ত এখনও সঠিক বলে মনে করে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি (Central Committee)। কমিটির সাম্প্রতিক দলিলে একেবারে সেই ১৯৯৬ সালের সংশোধনীকেই মান্যতা দেওয়া হয়েছে। এই দলিল প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে মত যেভাবে মানুষের মনোভাব বুঝতে না পেরে ক্রমশ শূন্যে নেমে গিয়েছে বামেরা এবং সেই মনোভাবের যে আজও কোন পরিবর্তন হয়নি তারই প্রতিফলন বামেদের দলিলে।

তামিলনাড়ুর মাদুরাইতে (Madurai) ২ এপ্রিল থেকে সিপিআইএমের পার্টি কংগ্রেস (CPIM Party Congress) অনুষ্ঠিত হবে। তার আগে সর্বসম্মতিক্রমে তৈরি হচ্ছে পার্টির দলিল। আর সেখানেই উল্লেখযোগ্যভাবে যে সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক ভুল’ বলে দাবি করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu), সেই সিদ্ধান্তকেই ফের একবার মান্যতা দিল সিপিআইএম (CPIM)। ১৯৯৬ সালে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া সঠিক বলে নাম না করে দাবি করা হল দলিলে।

কার্যত নিজেদের মনোভাব তুলে ধরতে গিয়ে পার্টির দলিলে বলা হয়েছে, এখনও সদস্যদের মধ্যে সংসদীয় (parliamentary post) মোহ রয়েছে। যা দলের কৌশলগত চলার পথের উপর নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি প্রভাবিত করছে কর্মীদের। সেই সঙ্গে জ্যোতি বসুর (Jyoti Basu) নাম না উল্লেখ করে তাঁকে প্রধানমন্ত্রী (Prime Minister) হওয়া থেকে আটকাতে যে সংশোধনী নোট তুলে ধরা হয়েছিল সিপিআইএমের পক্ষ থেকে, তার উল্লেখ করা হয়েছে।

একদিকে একের পর এক রাজ্যে জমি হারিয়েছে সিপিআইএম (CPIM)। সংসদে (Parliament) তাঁদের হাতে গোনা প্রতিনিধিত্ব। অন্যদিকে তাদের তথাকথিত রণকৌশল যে সাধারণ মানুষ সন্তর্পনে এড়িয়ে চলতে চাইছেন সেটাও বোঝার ক্ষমতা হারিয়েছেন বাম নেতৃত্ব। এখনও তারা সংসদীয় রাজনীতিতে পদাধিকারকে সঠিক লাইন বলে মনে করছেন না। সেখানেই রাজনৈতিকদের মত, এই কারণেই বাংলায় শূন্যে নেমে গিয়েছেন বামেরা।

spot_img

Related articles

হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

প্রকাশ্যে হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ (CC Camera Footage)। হাওড়ার (Howrah) বালিতে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল...

ঘরের মাঠেই শুরু হরমনপ্রীতদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি, প্রতিপক্ষ কারা?

বিশ্বকাপ জয়ের রেশ কাটিয়ে মাঠে  নামছে ভারতীয় মহিলা(India women) দল। একদিনের বিশ্বকাপ জয়ে পর এবার মিশন টি২০-র খেতাব।...

নিজেদের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন সিদ্ধার্থ-কিয়ারা, শেয়ার করলেন প্রথম ঝলক

চলতি বছরই বাবা-মা হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আডবানি (Kiara Advani)। মেয়ের জন্মের পর থেকেই তাকে...

ভারী বর্ষণের জেরে বন্যা-ধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা 

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় (Rain disaster in Srilanka) মৃত্যু মিছিল। একটানা ভারী বৃষ্টিতে দেশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি...