জোকা ESI Hospital চত্বরে ব্যাগের ভিতর কী? ঘটনাস্থলে ফরেনসিক দল

ভাগাড়ের মাংসের স্মৃতি উসকে জোকা ইএসআই হাসপাতাল (Joka ESI Hospital) চত্বরে ব্যাগের মধ্যে মিলল ব্যাগ ভর্তি মাংসপিণ্ড। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার, সাতসকালে চাঞ্চল্য ছড়ায় ওই অঞ্চলে। মাংসপিণ্ড উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ (Police)। মাংসপিণ্ড কোনও পশুর নাকি মানুষের- রিপোর্ট হাতে এলেই বিষয়টি স্পষ্ট হবে।

জোকা ইএসআই হাসপাতাল (Joka ESI Hospital) চত্বরে ক্যান্টিনের পাশে একটি ব্যাগ নিয়ে কয়েকটি কুকুরকে টানাটানি করতে দেখা যায়। এদিন সকালে এই দৃশ্য দেখে এগিয়ে যান ক্যান্টিন কর্মীরা। দেখা যায়, ব্যাগের মধ্যে রয়েছে তিনটি বড় বড় মাংসপিণ্ড। খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ আধিকারিকদের পাশাপাশি ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরাও। ব্যাগে মাংসপিণ্ডগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান, উদ্ধার হওয়া মাংস কোনও পশুর। তবে মানুষে দেহাংশ কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট মিললেই বিষয়টা স্পষ্ট হবে।