Monday, May 5, 2025

এসএসকেএমে রেকর্ড গলব্লাডার অস্ত্রোপচার: চিকিৎসকদের সমন্বয়ে সাফল্যে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

বাংলার চিকিৎসক ব্যবস্থায় যে আমূল পরিবর্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সময়ে এসেছে, তার ফল হাতেনাতে পেয়েছেন রাজ্যবাসী। রোগ নির্ণয় থেকে সুস্থতার পথে প্রতিপদে পাশে থাকে রাজ্য সরকার। সেই সঙ্গে বাংলার সরকারি হাসপাতালের চিকিৎসকদের পারদর্শিতাও প্রত্যক্ষ করেছেন মানুষ। সেই পারদর্শিতা ও নিজেদের সমন্বয়ের উদাহরণ ৫ দিনে ১৭৫ গলব্লাডার (gallbladder) অস্ত্রোপচার। চিকিৎসকদের সেই কৃতিত্বে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসক-সহ সকলকে।

সোশ্যাল মিডিয়ায় এই সাফল্যের উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কলকাতায় আমাদের নিজস্ব সর্বোচ্চ স্তরের সরকারি পরিষেবার স্থান, এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital), যেখানে গত ৫ দিনে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ১৭৫টি গলব্লাডার অস্ত্রোপচার করে একটি রেকর্ড তৈরি করেছে!

চিকিৎসকদের এই উদ্যোগের বর্ণনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এটি একটি মিশন মোড প্রচেষ্টা ছিল যার মাধ্যমে অপেক্ষমান গলব্লাডার (gallbladder) অসুস্থতাগুলির উপশম করা হল, এবং আমাদের চিকিৎসকরা যদি সমন্বয়ের সঙ্গে নিষ্ঠা সহযোগে কাজ করেন তবে তারা কী করতে পারে তা দেখানোর জন্য।

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই সমস্ত অস্ত্রোপচারগুলি সবই সফল হয়েছে, এবং এগুলি হয়েছে হাসপাতালের স্বাভাবিক অপারেশনের কার্যক্রম চালিয়ে যেতে যেতেই। সোম থেকে শুক্র, এই ৫ দিনে, ৩৯০টি গুরুতর অস্ত্রোপচারের পাশাপাশি ১৭৫টি এই বিশেষ ড্রাইভ কেসও সমাধান করা হয়েছে। আমি এই অভূতপূর্ব কৃতিত্বের জন্য এসএসকেএম কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স এবং কর্মীদের অভিনন্দন জানাই। আমি বাকি সব হাসপাতালকে দীর্ঘদিন অপেক্ষমান কেসগুলির দ্রুত নিষ্পত্তি করার জন্য মিশন-মোড এই মডেলটি অনুসরণ করার অনুরোধ জানাই।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version