Tuesday, August 26, 2025

হাত মিলিয়ে চক্রান্তের চিত্রনাট্য করছে বিজেপি-সিপিএম! জমি আন্দোলনের ভুয়ো মামলা কোর্টে

Date:

Share post:

বিজেপি-সিপিএমের মিলিত চক্রান্তে নন্দীগ্রামে জমিরক্ষার আন্দোলনে জড়িত তৃণমূল নেতা-কর্মীদের আইনি পথে হয়রানি করা হচ্ছে৷ পুরনো মামলা খোলা রেখে যাতে তাঁদের উপর দমন-পীড়ন চালানো যায় কিছু আইনজীবী মারফত সেই ব্যবস্থা করছে তারা। যে কারণে রাজ্য সরকার আদালতে নন্দীগ্রামের জমি আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নিয়ে গেলেও পাল্টা সেই দাবি খারিজের জন্য বিজেপি-সিপিএম হাতে হাত মিলিয়ে চক্রান্তের চিত্রনাট্য তৈরি করছে।

এবিষয়ে তৃণমূলের নন্দীগ্রাম-১ নম্বর ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানিয়েছেন, নন্দীগ্রামে জমিরক্ষার আন্দোলনের সময় রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিল সিপিএম৷ সেসময় জমিরক্ষার জন্য সেখানকার মানুষদের লড়াই করতে হয়েছে৷ বহু মিথ্যা মামলায় তাঁদের জর্জরিত করা হয়েছিল৷ একদিকে হার্মাদ দিয়ে সিপিএম সন্ত্রাস চালিয়েছে৷ অন্যদিকে পুলিশ দিয়ে মিথ্যে মামলায় হয়রানি করা হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর নন্দীগ্রামের এই বিপর্যস্ত মানুষগুলিকে মামলা থেকে বের করার জন্য রাজ্য সরকার কিছু আইনি উদ্যোগ নেয়৷ কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে এবং বিজেপি, সিপিএম হাত মিলিয়ে চাইছে যেন সেই পুরনো মামলাগুলো চালু রাখা হয়৷ অর্থাৎ যে মানুষগুলো জমি রক্ষার আন্দোলনে ছিলেন, সিপিএমের সন্ত্রাসের বিরোধিতা করেছেন, যাদের মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, বন্দি করা হয়েছে, তাদের উপর এই দমন-পীড়ন যাতে চলতে থাকে তাই বিজেপি–সিপিএম হাত মিলিয়ে চিত্রনাট্য তৈরি করছে৷

কিছু কিছু আইনজীবী আদালতকে বিভ্রান্ত করছে৷ বাপ্পার সংযোজন, আমাদের আদালত ও বিচারব্যবস্থার উপর আস্থা আছে৷ কিন্তু এটাও দেখতে হবে গণআন্দোলনে জমি রক্ষার আন্দোলনে যাঁরা ছিলেন তাঁদের নতুন করে হয়রানি করা, মিথ্যে মামলা দিয়ে ভোগান্তি করা, এগুলো অবসান হওয়া উচিত৷ সিপিএম–বিজেপি হাত মিলিয়ে যাঁরা ওই এলাকায় তৃণমূল করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করেন, তাঁদের উপর দমন-পীড়ন চালাবার একটা হাতিয়ার হিসেবে, কৌশল হিসেবে ওই পুরনো মামলাগুলো খোলানোর জন্য সিপিএম–বিজেপি হাতে হাত মিলিয়েছে৷ যারা সেসময় খুন–ধর্ষণ করেছে, তারাই এখন বিজেপি নেতাদের সঙ্গে ঘুরছে৷ তারাই চক্রান্ত করে হাতে হাত মিলিয়ে এই কাজগুলো করছে৷

আরও পড়ুন- গ্যাস কাটার দিয়ে এটিএম ভেঙে টাকা লুঠ! চাঞ্চল্য হাওড়ায় 

গণ আন্দোলনে যারা ছিলেন তাঁদের উপর বাম-বিজেপির যৌথ চক্রান্তের তীব্র বিরোধিতা তৃণমলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, যারা গণ আন্দোলনে ছিলেন তাঁরা যাতে আর কোনওভাবে হয়রানির শিকার না হন, সেটাই আমাদের দেখা উচিত। অথচ বাম ও বিজেপি হাত মিলিয়ে তাদের একশ্রেণির আইনজীবীদের দিয়ে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করে চলেছে। তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাঁরা আন্দোলন করেছিলেন, তাঁদের উপর দমন পীড়ন চালানোর জন্য সেই মামলাগুলিকে নতুন করে হাতিয়ার করেছে বাম-বিজেপি।

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...