Wednesday, August 27, 2025

রবিবার বড় ম্যাচের আগে ইস্টবেঙ্গলে বিক্ষোভ, নিশানা কর্তা থেকে ফুটবলাররা

Date:

বিগত কয়েক মরশুমের মতন এই মরশুমেও আইএসএল-এ খারাপ পারফরম্যান্স অব্যাহত ইস্টবেঙ্গলের। মরশুম আসে, মরশুম যায়— আইএসএলে লাল-হলুদের বেহাল পারফরম্যান্সের ছবি বদলায় না। আর এরই মধ্যে রবিবার মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে বড় ম্যাচ। তার আগেই লাল-হলুদ সমর্থকদের ধৈর্যের বাঁধ ভাঙল। শুক্রবার বিকেলে প্রায় জনা তিরিশেক সমর্থক হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। যুবভারতীতে দিমিত্রিয়স দিয়ামানতাকোসদের মিনি ডার্বির প্রস্তুতির সময়ই ম্যানেজমেন্ট কর্তাদের উদ্দেশে গো ব্যাক স্লোগান দেন। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ও চিফ টেকনিক্যাল অফিসারের বিদায়ের দাবি তুলে তুমুল বিক্ষোভ, স্লোগান দিতে থাকেন সমর্থকরা।

সমর্থকদের নিশানা থেকে ছাড় পাননি ফুটবলাররাও। রিচার্ড সেলিস, দিয়ামানতাকোস, সাউল ক্রেসপো, হেক্টর ইয়ুস্তে, রাফায়েল মেসিদের নাম করে গো ব্যাক ধ্বনি দেন তাঁরা। সন্ধের মুখে ফুটবলাররা অনুশীলন শেষ করে ফেরার সময় তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ চলে। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই মহামেডানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চায় ইস্টবেঙ্গল। কিন্তু সেলিস, জিকসন সিং, ক্রেসপো, হেক্টরদের চোটের ধাক্কায় প্রথম এগারো সাজাতে গিয়েই দিশাহারা অবস্থা ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। তবে শুক্রবার হেক্টর অনুশীলন করেছেন। আনোয়ার আলির পাশে হয়তো হেক্টরই শুরু করবেন।

মহামেডান অবশেষে আইএসএলের জন্য রেজিস্ট্রেশন করিয়েছে রবি হাঁসদাকে। তাঁকে ইস্টবেঙ্গল ম্যাচে স্কোয়াডে রাখবেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। আইএসএলে অভিষেকের অপেক্ষায় সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতা। রবির সঙ্গে ইসরাফিল দেওয়ানকেও রেজিস্ট্রেশন করিয়েছে মহামেডান।

আরও পড়ুন- অজি সফরে এক ক্রিকেটারের ২৭ টি ব্যাগ, ওজন ২৫০ কেজি, খরচ বহন বিসিসিআই-এর

 

 

 

 

 

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version