৪৫ তম দিনে পড়ল সেবাশ্রয়। রবিবার সাতগাছিয়া বিধানসভায় ৪২টি শিবির করা হয়। এদিন ৪২টি শিবিরে মোট ১৩,৬৬৯ জন উপভোক্তা আসেন। ৯,৮৭০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ১৩,৭২৩ জনকে ওষুধ বিতরণ করেন চিকিৎসকরা। রেফার করা হয়েছে ৫০ জনকে। এখনও পর্যন্ত মোট ৬,৮৩,০১০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, ওষুধ, এবং স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য পরিষেবা দেওয়া হয়েছে।


_

_


_


_

_

_

_
_

_

_