রবিবাসরীয় ট্রেন ভোগান্তি হাওড়া-তারকেশ্বর শাখায়, ক্ষোভ বাড়ছে যাত্রীদের

0
1

যত দিন যাচ্ছে ততই বেহাল দশা রেল পরিষেবার (Railway)। প্রতি সপ্তাহান্তে রক্ষণাবেক্ষণের নামে এক গুচ্ছ ট্রেন ক্যান্সেলে ভোগান্তির শিকার করছেন সাধারণ যাত্রীরা। রবিবারে অ্যানাউন্সমেন্ট ছাড়া টিকিট কাউন্টার বন্ধ থাকা এবং ভোর থেকে ট্রেন বাতিলে চরম ক্ষুব্ধ হাওড়া – তারকেশ্বর শাখার (Howrah Tarkeswar Route) যাত্রীরা। কারও রবিবারের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান, কারও আবার দৈনন্দিন কাজ। কেউ চিকিৎসার জন্য কলকাতা যাবেন তো কেউ যাবেন হাওড়া। কিন্তু স্টেশনে পৌঁছে দেখেন প্রচুর ট্রেন বাতিল। শুধু তাই নয়, এই সংক্রান্ত কোনও ঘোষণাও নেই প্ল্যাটফর্মে। যদিও পূর্ব রেলের (Eastern Railway) দাবি শনিবার রাত থেকে এদিন সকাল à§§à§§ টা পযন্ত হাওড়া- তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধের কথা আগেই জানানো হয়েছিল।

সিঙ্গুর, নসিবপুর এবং দিয়ারা নসিবপুর স্টেশনের মাঝে দু’টি রেল ব্রিজ পুনর্নিমানের (Railway Bridge maintenance) কাজের কারণে কোপ হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখার একাধিক ট্রেনে। রবিবার তারকেশ্বর- হাওড়া ডাউন লাইনে ভোর ৩:৫০ মিনিট থেকে সকাল ১১:১৫ মিনিট অব্দি এবং হাওড়া তারকেশ্বর আপ লাইনে ভোর ৪:০৫ মিনিট থেকে সকাল ৯:০৫ পযন্ত মোট ২৫ টি ট্রেন বাতিল করা হয়। বন্ধ ছিল টিকিট কাউন্টার। স্বাভাবিক ভাবেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাঁদের কথায়, পরিষেবা দেওয়ার পরিবর্তে রেলের কারণে নিত্যদিন হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। দুর্ঘটনা, পদপিষ্ট হওয়ার মতো খবর তো রয়েইছে। দিনদিন নিজেদের চূড়ান্ত অপদার্থের পরিচয় দিচ্ছে বিজেপি সরকার নিয়ন্ত্রণাধীন ভারতীয় রেল (Indian Railways)।