Wednesday, November 5, 2025

মহাকুম্ভে যাতায়াতের খরচ তুলতে ভিক্ষা! পরিবারের দৈনিক আয় ১০০০ টাকা

Date:

মহারাষ্ট্র থেকে মহাকুম্ভে (Mahakumbh) পুণ্য অর্জন করতে এসেছিল একটি পরিবার। মহারাষ্ট্রের আহমদনগর থেকে প্রায় হাজার কিলোমিটার পাড়ি দিয়ে প্রয়াগরাজ (Prayagraj) পৌঁছাতেই পকেট থেকে চলে গিয়েছে চার হাজার টাকার বেশি। সামান্য কৃষক পরিবার এই দুরবস্থার পরে বাধ্য হয়েছে মহাকুম্ভের ঘাটের ধারে ভিক্ষা করতে। কেন্দ্রের সরকার ও ডবল ইঞ্জিন যোগী সরকার গাল ভরা বিজ্ঞাপণ দিয়ে গোটা দেশ থেকে মানুষকে প্রয়াগরাজে আহ্বান জানালেও ট্রেনের ভাড়া (rail fare) সাধারণ মানুষের এতটাই নাগালের বাইরে, যে তার জন্য ভিক্ষাবৃত্তিতেও ভরসা করতে হচ্ছে পুণ্যার্থীদের।

পেশায় আখচাষী (sugarcane farmer) আহমদনগরের ওই পরিবার প্রায় চার হাজার টাকা খরচ করে প্রয়াগরাজে পৌঁছায় মহাকুম্ভে পুণ্য অর্জনের জন্য। কিন্তু তাঁদের যা সম্বল ছিল মহাকুম্ভ (Mahakumbh) আসার পথেই তা খরচ হয়ে যাওয়ায় সঙ্গের বেশ কয়েকটি শিশু নিয়ে সমস্যায় পড়েন তাঁরা। তখনই স্থির করেন মহাকুম্ভের প্রান্তরে ভিক্ষা করার।

প্রতিদিন পরিবারের ৮-১০ জন সেখানে বসে ভিক্ষা (begging) করছেন গত দুদিন ধরে। দিনের একটি নির্দিষ্ট সময়ে পুণ্যার্থীর ভিড় যখন বেশি থাকে সেই সময়ে বেশ কিছু রোজগারও হয়েছে। কারো পাত্রে ২০ টাকা তো কারো ১০০। এভাবেই দুদিনে প্রায় দুহাজার টাকা রোজগার করেছে পরিবার। তাই দিয়েই পরিবারের শিশুদের মুখে তুলে দিয়েছেন খাবার। আবার অনেক পুণ্যার্থী স্নেহের বসে ভিক্ষাপাত্রে কিছু খাবারও দিয়ে যান।

মহাকুম্ভে (Mahakumbh) পুণ্য অর্জন করতে চেয়েছিল মহারাষ্ট্রের (Maharashtra) কৃষক পরিবার। কিন্তু যাতায়াতের বিপুল খরচ আর দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে প্রয়াগরাজ পৌঁছাতেই শেষ সম্বল। ফলে পুণ্য অর্জন হলেও ঘরে ফিরতে পারছে না পরিবারটি। যত দ্রুত ভিক্ষা সংগ্রহ করে ফেরার পুঁজি জমাতে পারবেন, তত দ্রুত ঘরে ফিরতে পারবেন পরিজন-সন্তানদের নিয়ে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version