Friday, November 28, 2025

ঘাটাল মাস্টার প্ল্যান: মুখ্যমন্ত্রী তারিখ দিলেই শিলান্যাস, প্রকল্প রূপায়ণে সবার সাহায্য চাইলেন সাংসদ দেব

Date:

রাজ্যে বাজেটে ৫০০ কোটি বরাদ্দ ঘোষণার পর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথম রিভিউ বৈঠকে বসলেন সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহা, সাংসদ দীপক অধিকারী, জেলাশাসক খুরশেদ আলি কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার, মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রমুখ। ঘাটাল টাউন হলে। বৈঠকের পর দেব জানালেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য শুধুমাত্র রাজ্য সরকার নয়, ঘাটালের প্রত্যেকটি মানুষের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলেরও সহযোগিতা লাগবে। এর শিলান্যাস করবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁর কাছে তারিখ চাইব। সেই তারিখেই শিল্যান্যাস হবে। মানস বলেছেন, আমরা শিগগিরই কাজ শুরু করতে চাই। তাই এই বৈঠক।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের কথা জানান। পাশাপাশি ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে রোড শোয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, দেব ঘাটাল থেকে তৃতীয়বার জয়ী হয়ে সাংসদ হলেই, রাজ্য সরকার নিজের কোষাগার থেকে অর্থ দিয়ে রূপায়ণ করবে। সেই মতো তৃতীয়বারের জন্য সংসদে যান দেব। ২০২৫-এর বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়। বৈঠকের পর দেব বলেন, ২৪-এর ভোটের আগেই আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, ঘাটাল মাস্টার প্ল্যান যদি তৈরি হয় তাহলে এই ভোটে দাঁড়াব। সেই মতোই মুখ্যমন্ত্রী ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। দীর্ঘদিন ধরে অনেকগুলি রাজনৈতিক দলের সরকার এবং অনেক এমপি চেষ্টা করেছেন। করে উঠতে পারেননি। আমি এবং আমার দল তথা রাজ্য সরকার চেষ্টা করেছি। তাই আজকে এই জয় শুধু সরকারের নয়, ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাধারণ মানুষ এবং যাঁরা দীর্ঘদিন ধরে মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য আন্দোলন করেছিলেন, তাঁদের জয়। আগে থেকেই জানতাম যে টাকা বরাদ্দ হবে। তাই কীভাবে জমি নিয়ে রূপায়ণ করা যাবে সে বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে।

আরও পড়ুন- স্বামীজি ‘শরণে’ এসেও ধর্মীয় বার্তা মোহন ভাগবতের: ভেদাভেদের রাজনীতিকে তোপ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...
Exit mobile version