Tuesday, August 12, 2025

দক্ষিণ ২৪ পরগনার গোচরণে নবকলেবরে হাসপাতাল, চলবে স্বাস্থ্যসাথীও

Date:

দক্ষিণ ২৪ পরগনার গোচরণ এলাকার মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে নবকলেবরে সেজে উঠল ১০০ শয্যা বিশিষ্ট নর্থ পয়েন্ট মাল্টিস্পেশালিটি হাসপাতাল (North Point Multispecialty Hospital)। কলকাতা মেডিক্যাল সেন্টার অ্যান্ড হসপিটালের (Kolkata Medical Centre & Hospital) সহযোগিতায় ডাক্তার অভিষেক দাসের উদ্যোগে নতুন রূপে সজ্জিত এই হাসপাতালের মূল উদ্দেশ্য স্বল্প খরচে মানুষকে পরিষেবা দেওয়া। মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধাও। খুব দ্রুত ডায়ালিসিস ব্যবস্থা চালু হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), ডাক্তার অভিষেক দাস-সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, অ্যাডমিনে ডিপার্টমেন্টের লোকেরাও।

রবিবার নর্থ পয়েন্ট মাল্টিস্পেশালিটি হাসপাতালে উপস্থিত হয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)সব ব্যবস্থাপনা ঘুরে দেখেন। তিনি বলেন, গোচরণ এলাকার মানুষকে ভালো রাখতে সঠিক মানের স্বাস্থ্য পরিষেবা দিতে কলকাতা মেডিক্যাল সেন্টারের সহযোগিতায় ডাক্তার অভিষেক দাসের (Abhishek das)সহানুভূতিশীল ভাবনা আর উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। একজন ডাক্তার এবং তাঁর টিম কলকাতার পাশাপাশি জেলায় স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে চাইছেন এটা অত্যন্ত ইতিবাচক মানসিকতা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের গ্রেড অনুযায়ী চিকিৎসা করা যাবে বলেও জানান কুণাল। এদিন ব্যক্তিগত অনুভুতির কথা শেয়ার করে এই এলাকা দিয়ে তাঁর দেশের বাড়ি মগরাহাটে যাওয়ার স্মৃতিও ভাগ করে নেন তৃণমূল নেতা। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যের সরকারি হাসপাতালের মান ও পরিকাঠামো উন্নতির কথাও বলেন তিনি।

নবকলেবরে সজ্জিত নর্থ পয়েন্ট মাল্টিস্পেশালিটি হাসপাতালে সবরকমের প্যাথলজি, ডায়াগনেস্টিক, মেডিসিন, অরথোপেডিক, গাইনোকলজি পরিষেবা দেওয়া হচ্ছে। কয়েকদিনের মধ্যেই সিটি স্ক্যান চালু হতে চলেছে। দ্রুত হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। চিকিৎসক অভিষেক দাস জানান, দক্ষিণ ২৪ পরগনার গোচরণ-সহ আশপাশের গ্রামের মানুষকে স্বল্প মূল্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই হাসপাতালকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। শহরের মাল্টিস্পেশালিটি হাসপাতালের সব পরিষেবাই এখন থেকে মিলবে গোচরণে।

Related articles

শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের...

ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু রোহিত শর্মার

ভারতীয় ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অভিষেক নায়ারের (Abhishek...

ভিত্তিহীন অভিযোগ! অভয়ার বাবাকে আইনি নোটিশ কুণালের

ভিত্তিহীন অভিযোগ। আর জি করের মৃত চিকিৎসক-পড়ুয়ার বাবাকে আইনজীবীর নোটিশ পাঠালেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ...

নিউইয়র্কে পালিত হবে ‘ইন্ডিয়া ডে’, নারী শক্তির বন্দনায় কলকাতার শিল্পীরা

নিউইয়র্কের (New York) ৪৪ তম 'ব্যাটারি ডান্স ফেস্টিভ্যালে' (Battery Dance Festival) এবার উদযাপিত হবে ভারতের স্বাধীনতা দিবস। থিমের...
Exit mobile version