রিষড়া থানার পুলিশের (Rishra Police Station)বড় সাফল্য। হেস্টিংস মাঠে জড়ো হয়ে ডাকাতির পরিকল্পনা ছিল সমাজবিরোধীদের। শনিবার গভীর রাতে জমায়েতের খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। অত্যন্ত তৎপরতার সঙ্গে মাঠের একদিক ঘিরে ফেলা হয়। রিষড়া থানার পুলিশের আচমকা অ্যাকশনে পালাতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা। শেখ জামির ও চিকনা পাপ্পু, অজয় রাই, মুন্না বাদসা, অরবিন্দ পাসোয়ান নামের পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে রবিবার শ্রীরামপুর আদালতে (Srirampur Court) তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের থেকে একটি দেশি পাইপগান, এক রাউন্ড গুলি, বোমা, শাবল ও দরজা ভাঙার সরঞ্জাম পাওয়া গিয়েছে। শেখ জামির বিহারের বাসিন্দা। বাকি সকলেরই রিষড়া, শ্রীরামপুর এলাকাতেই বাস। ধৃত পাঁচজন একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান বড় কোনও ডাকাতির ছক ছিল। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (Srirampur Court)।
–
–
–
–
–
–
–
–
–
–