Sunday, November 2, 2025

উন্নয়নের কর্মযজ্ঞে আরও বেশি সক্রিয় হয়ে নামবেন অধ্যাপকরা: ব্রাত্য

Date:

মুখ্যমন্ত্রীর উন্নয়নের অংশীদার হতে আরও বেশি করে সক্রিয়ভাবে কাজ করবে তৃণমূল কংগ্রেসের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা। রবিবার ওয়েবকুপার সদস্যদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন ওয়েবকুপার সভাপতি তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যেই রাজ্য সরকারের অধীনস্থ কলেজগুলিতে ওয়েবকুপার ইউনিট হেড তৈরি হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত সব জায়গায় ওয়েবকুপার কমিটি হয়ে গেছে। রাজ্য সরকারের যে সমস্ত কলেজ রয়েছে সেখানেও ইউনিট হেড তৈরি হয়ে গেছে। সব জায়গায় ওয়েবকুপা সক্রিয় থাকবে। আগামী নির্বাচন পর্যন্ত এই অধ্যাপক এবং শিক্ষক শ্রেণি তৃণমূল কংগ্রেসের সমর্থনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রাজ্য জুড়ে তৃণমূলের হয়ে প্রকাশ্যে কাজ করবে।

সংগঠনের সহ-সভাপতি জানান, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে গিয়ে নরেন্দ্র মোদির যে বঞ্চনা রাজ্যের প্রতি রয়েছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের হয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করব।

এর আগের বৈঠকেও ব্রাত্য বসু নির্দেশ দিয়েছিলেন কলেজে পড়ানোর ক্ষেত্রে কোনওরকম গাফিলতির অভিযোগ যেন না আসে। অধ্যাপকরা যাতে সঠিক সময়ে কলেজে যান এবং যথাযথ ক্লাস নেন সে-বিষয়ে নির্দেশ দেন তিনি। এছাড়াও জানানো হয়েছে, প্রত্যেক জেলায় এবং কলেজে একটি করে ওয়েবকুপার ইউনিট তৈরি হবে। ইতিমধ্যেই জেলা নেতৃত্বরা জেলা ইউনিটের জন্য নাম পাঠিয়েছেন। প্রত্যেকটি জেলায় একটি করে ১৩ থেকে ১৪ সদস্যের কমিটি গঠন করা হবে। তারা কলেজগুলোতে কীভাবে ক্লাস হচ্ছে, পড়ুয়াদের কোনওরকম সমস্যা হচ্ছে কি না সে-বিষয়ে নজর রাখবে।

আরও পড়ুন- আত্মসমর্পণ করে জামিন পেলেন কাউন্সিলর সমরেশ, পুলিশের ভূমিকায় প্রশ্ন প্রোমোটারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...

হ্যালোইন পার্টিতে ফ্রেমবন্দি রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান

বলিউডের হ্যালোইন পার্টিতে(halloween party) উপস্থিত দুই অভিনেত্রী আলিয়া ভট্ট(Alia Bhatt) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । হতেই পারে, কিন্তু ইতিমধ্যেই...

দিলীপের জন্য খুলল মুরলীধর সেনের বন্ধ ঘরের তালা: তবু অনুপস্থিত ‘নব্য’ বিজেপি!

৭০ বছর ধরে বিজেপি নেতা কর্মীরা এখানে অন্যান্য সব কর্মসূচির পাশাপাশি বিজয়া সম্মেলনীতেও মিলিত হতেন। অথচ মুরলীধর সেন...
Exit mobile version