Thursday, November 13, 2025

নেতৃত্বে চেয়ারপার্সন কৃষ্ণা! ‘একতার বার্তা’ দিয়ে তুফানগঞ্জে প্রতিনিধিদের জনসংযোগ মিছিল

Date:

একতার নাম তৃণমূল কংগ্রেস। মানুষের পাশে থাকা এই দলের নীতি। তৃণমূল কংগ্রেস তা প্রমাণ করেছে বারে বারেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, কোনও মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত মিটিয়ে একসঙ্গে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করেই এগিয়ে যাচ্ছে দল। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশে তুফানগঞ্জ পুরসভার সমস্যাও সমাধান হয়েছে। দলের নির্দেশে চেয়ারপার্সন আছেন কৃষ্ণা ইশোরই। রবিবার একতার বার্তা দিয়ে এবং এলাকাবাসীদের সমস্যা সমাধানে চেয়ারপার্সনের নেতৃত্বে হল জনসংযোগ মিছিল।

এদিনের কর্মসূচিতে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এছাড়াও পুরসভার সমস্ত কাউন্সিলরই প্রায় উপস্থিত ছিলেন। তাতে ফের স্থানীয় কাউন্সিলরদের ঐক্যের ছবি ফিরেছে বাসিন্দাদের মধ্যে, এমন আলোচনা হচ্ছে স্থানীয় রাজনৈতিক মহলের অনেকের মধ্যে। আগামী বিধানসভায় তুফানগঞ্জ আসন জিততে জোর দিচ্ছে তৃণমূল। সে বিষয়টি আগেই জানান দলীয় নেতৃত্ব। জানা গিয়েছে, আজ সকালে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের তথা তুফানগঞ্জ শহরের কলেজ এলাকা থেকে শুরু করে বাসস্ট্যান্ড হয়ে পুরসভা মোড় হয়ে তুফানগঞ্জ প্রাণকেন্দ্র বাজার পর্যন্ত প্রাতঃভ্রমণ করেন তিনি। উৎসাহী মানুষের ভিড় ছিল। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিচ্ছে। তুফানগঞ্জ পুরসভার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন সকলে। জানা গিয়েছে, এদিন তুফানগঞ্জে মদনমোহন মন্দিরে কীর্তনের আসরেও যান জেলা সভাপতি।

আরও পড়ুন- বাংলার বাড়ি: কতটা হয়েছে প্রকল্পের কাজ? খতিয়ে দেখতে প্রশাসনকে নজরদারি বৃদ্ধির নির্দেশ রাজ্যের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version