ঘটা করে লোকসভা নির্বাচনের আগে ভোটারদের বুথমুখী করতে বিপুল খরচ। যার জেরে জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission of India) ধন্য ধন্য করে ভোটার প্রভাবিত করার বিপুল অভিযোগ গোটা দেশ থেকে। ভোটার সংখ্যা বাড়াতে পিছনে যেভাবে নিজেদের জয়ের জন্য কলকাঠি নেড়েছিল কেন্দ্রের বিজেপি সরকার, এবার সেই পরিকল্পনায় জল ঢাললেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রাম্পের নির্দেশ এলন মাস্ক (Elon Musk) মার্কিন সরকারের খরচ কমাতে এবার কোপ ফেললেন ভারতের নির্বাচনে ভোটারদের বুথমুখী করার বরাদ্দে। যদিও বিজেপির দাবি, কেন্দ্রের সরকার এই টাকা গ্রহণ করেনি। বাইডেন (Joe Biden) প্রশাসনের এই সাহায্যে লাভবান হয়েছে বিরোধীরা, দাবি বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) (DOGE) ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নির্ধারিত ২ কোটি ১০ লাখ ডলারের সহায়তা বাতিল করেছে। ডিওজিই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের করদাতাদের দেওয়া অর্থ নিম্নোক্ত ক্ষেত্রগুলোয় (প্রকল্প) খরচ হতে যাচ্ছিল, যেগুলোর সব কটি বাতিল করা হয়েছে।’

এটি আন্তর্জাতিক সহায়তায় বাজেট কাটছাঁটের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যা ভারতের নির্বাচনী (Indian election) প্রক্রিয়া উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোকে প্রভাবিত করবে। এক্সে ডিওজিইর (DOGE) পোস্ট অনুযায়ী, ভারতের প্রতিবেশী বাংলাদেশ ও নেপালেও (Nepal) বিভিন্ন প্রকল্পে অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। আর নেপালের একাধিক প্রকল্পে বাতিল করা হয়েছে ৩ কোটি ৯০ লাখ ডলার। এ ছাড়া এ তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে মোজাম্বিক, কম্বোডিয়া, সার্বিয়া, লাইবেরিয়া, মালি ও মিসর।

এশিয়া (Asia) মহাদেশ ও আফ্রিকার (Africa) দক্ষিণাঞ্চলকেন্দ্রিক দুটি প্রকল্পেও অর্থ দেবে না যুক্তরাষ্ট্র। গত ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর দেশটিতে সরকারি দক্ষতা বিভাগ বা ডিওজিই নামের বিভাগটি প্রতিষ্ঠা করেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ ও বিশ্বের শীর্ষ ধনকুবের এলন মাস্ককে (Elon Musk)। ডিওজিইর মাধ্যমে সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে কাজ করছেন তিনি। যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় সংকোচনে এরই মধ্যে নানা পদক্ষেপ নেওয়া শুরু করেছেন এলন মাস্ক। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের ৯ হাজার ৫০০ জনের বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সহায়তা স্থগিত করার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।


–


–

–

–

–
–

–
