Wednesday, December 17, 2025

রাজ্যের ক্ষমতায় আসার সময়ই চেপেছে বাম আমলের ঋণের বোঝা। অন্যদিকে কেন্দ্রের সরকার বঞ্চিত করেছে রাজ্যের ন্যায্য পাওনা থেকে। তারপরেও বর্তমান তৃণমূল সরকার সরকারি কর্মচারিদের শুধুমাত্র মহার্ঘ্য ভাতা (DA) বাবদ এপর্যন্ত ব্যয় করেছে ২ লক্ষ কোটি টাকা, বিধানসভায় তথ্য পেশ খোদ মুখ্যমন্ত্রীর। যে বামেরা সরকারি কর্মীদের উস্কানি দিয়ে আন্দোলনে নামাচ্ছে, তাদের সঙ্গে তৃণমূল সরকারের অঙ্কের ফারাকটাও এদিন বিধানসভায় স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কেন্দ্রের বিজেপি সরকার যেখানে রাজ্যকে বঞ্চিত করছে, সেখানে রাজ্যের বিজেপি নেতারা রাজ্য সরকারি কর্মচারিদের উস্কানি দিচ্ছেন মহার্ঘ্য ভাতা (DA) নিয়ে। সেখানেই সরকারি কর্মীদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, যারা মাঝে মাঝেই নাটক করে সরকারি কর্মচারিদের (government employees) মাথার মধ্যে একটা কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে ভোটটা তারা পায়। সরকারি কর্মচারিরা আমার গর্ব। আমি বলব ওদের কুৎসায় কান দেবেন না। রাজ্য সরকার রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী চলে। তার বেতন কাঠামো আলাদা। কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো আলাদা।

এরপরই তিনি তুলে ধরেন বাম আমলে সরকারি কর্মীদের (governmnet employees) সঙ্গে বর্তমান সরকারের আমলে সরকারি কর্মীদের পার্থক্য। সেখানে মুখ্যমন্ত্রীর তথ্য পেশ, সিপিএম আমলে কত শতাংশ ডিএ হয়েছিল- ৩৫ শতাংশ। ১৩ হাজার কোটি টাকা দিতে হয়েছিল। আমরা ৯০ শতাংশ ডিএ (DA) দিয়েছিলাম। যার আর্থিক পরিমাণ ১ লক্ষ ৬৭ হাজার কোটি টাকা। আমরা ২০১৯ সালে ষষ্ঠ পে কমিশন (sixth pay commission) চালু করি। ফেল বেসিক পে-র সঙ্গে বেতন ২.৫৭ গুণ বৃদ্ধি হয়েছে। এই পে কমিশন অনুযায়ী বর্ধিত বেসিক বেতনের উপর ১৪ শতাংশ যে ডিএ আমরা ইতিমধ্যেই দিয়েছি তাতে ১৯ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এই বেজেটে আমরা আরও ৪ শতাংশ ডিএ দিচ্ছি। অর্থাৎ ১৮ শতাংশ। ২০১১ সাল থেকে আজ অবধি আমাদের সরকার ডিএ (DA) বাবদ প্রায় ২ লক্ষ কোটি টাকা খরচ করেছে। ৭৫ হাজার কোটি টাকার দেনা শোধ করে।

Related articles

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...
Exit mobile version