টরেন্টো বিমানবন্দরে দুর্ঘটনা, অবতরণের সময় রানওয়েতে উল্টে গেল ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট

ল্যান্ডিংয়ের সময় বড় দুর্ঘটনা কানাডার টরেন্টো বিমানবন্দরে (Toronto Airport, Canada)। রানওয়েতে উল্টে গেল ৮০ যাত্রীসহ ডেল্টা এয়ারলাইন্সের বিমান (Delta Airlines Plain crashed)। প্রাথমিকভাবে ১৮ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু মেম্বার-সহ লাইক টি যখন অবতরণ করছিল তখন রানওয়ের বেশ কিছুটা অংশ বরফ জমেছিল। যে কারণেই বিমান প্রাথমিকভাবে বরফে ধাক্কা খায় তারপর পিছলে গিয়ে উল্টে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এখনও পর্যন্ত কারোর মৃত্যু সংবাদ মেলেনি। তবে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।