হরিশ্চন্দ্রপুরের গ্রামীণ হাসপাতালে আগুন আতঙ্ক!

মালদহের হরিশ্চন্দ্রপুর ( Harishchandrapur Rural Hospital, Maldah) গ্রামীণ হাসপাতালে আবর্জনা স্তূপে আগুন! ধোঁয়ায় ঢেকে যায় একাধিক ওয়ার্ড। আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে। কর্তব্যরত ডাক্তার এবং নার্সরা দ্রুত রোগীদের স্থানান্তরকরণের ব্যবস্থা করেন। কয়েক মুহূর্তের মধ্যেই দমকল পৌঁছে আবর্জনা স্তূপ থেকে আগুন নিভিয়ে ফেলে। মঙ্গলবার সকালের এই ঘটনা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (Bio Medical waste management department) থেকে আবর্জনা তুলে নিয়ে যাওয়া হয় কিন্তু কোন কারণে কিছু আবর্জনা পড়ে ছিল। সেখান থেকে কোনভাবে আগুন লেগে আতঙ্ক তৈরি হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই, বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলেই মনে করা হচ্ছে।