Sunday, November 9, 2025

প্রয়াগের জল দূষিত জেনেও পুণ্যের প্রলোভন! কেন্দ্রের রিপোর্টে জলদূষণের প্রমাণ

Date:

ন্যাশানাল গ্রিন ট্রাইবুনালের (NGT) নির্দেশিকা না মেনেই প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থীকে প্রতিদিন প্রয়াগরাজে (Prayagraj) আমন্ত্রণ জানিয়েছে ডবল ইঞ্জিন যোগী সরকার। এবার কেন্দ্রের রিপোর্টেই প্রকাশ, প্রয়াগরাজের সংগমের কোনও অংশের জলই নিরাপদ নয়। তাতে এমন ব্যাকটেরিয়া (bacteria) রয়েছে যা শরীরে বিভিন্ন রোগ ছড়ানোর জন্য দায়ী। এমনকি যোগী সরকার গ্রিন ট্রাইবুনালের নির্দেশে জলের রিপোর্টও পাঠায়নি, যারা জন্য উত্তরপ্রদেশের আধিকারিকদের তলব করে এনজিটি (NGT)। হাজার কোটি খরচ করে সংগমের জল পরিষ্কার করার যে উদ্যোগ নিয়েছিল উত্তরপ্রদেশ সরকার সেই টাকা কোথায় খরচ হল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

মহাকুম্ভের (Mahakumbh) প্রস্তুতির সময় ডবল ইঞ্জিন সরকার সংগমে গঙ্গা ও যমুনার জলে দূষণ নিয়ন্ত্রণের জন্য ১,৬০০ কোটি বরাদ্দ করেছিল। সেই মতো ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার (Bhabha Atomic Research Centre), এমনকি ইসরো-র (ISRO) সঙ্গে মানুষের মল-মূত্র পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়। এই নিয়ে ২৩ ডিসেম্বর এনজিটি-র তরফে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) ও উত্তরপ্রদেশ পলিউশন কন্ট্রোল বোর্ডকে (UPPCB) ৩১ জানুয়ারি ও ২৮ ফেব্রুয়ার রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রের সংস্থা নির্দেশ মেনে প্রয়াগরাজের (Prayagraj) বিভিন্ন এলাকা থেকে জল সংগ্রহ করে তার বিস্তারিতসহ দূষণের মাত্রা পেশ করেছে এনজিটি-র কাছে। কিন্তু উত্তরপ্রদেশ সরকার পেশ করেনি সেই রিপোর্ট। বদলে একটি চিঠি ও কিছু জলের নমুনার তথ্য পেশ করা হয়েছে বলে অভিযোগ এনজিটি-র।

কেন রিপোর্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে যোগী সরকার, তা স্পষ্ট কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রক সংস্থার রিপোর্টে। সেখানে বলা হয়েছে সংগমের প্রতিটি অংশের জলেই অতিরিক্ত মাত্রায় ফেকাল কলিফর্ম ব্যাকটেরিয়া (faecal coliform) উপস্থিত। জলে এই ব্যাকটেরিয়া উপস্থিত থাকার অর্থ জলে মানুষের মল-মূত্র থেকে তৈরি দূষিত পদার্থ মিশেছে। প্রতি ১০০ মিলিতে ২৫০০ ব্যাকটেরিয়ার মাত্রার থেকে অনেক বেশি ফেকাল ব্যাকটেরিয়া উপস্থিত বলে দাবি, কেন্দ্রের সংস্থার। দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত জলের নমুনা সংগ্রহ করেছিল। যদিও তারপরে আরও কোটি কোটি মানুষ বিশেষত প্রধানমন্ত্রী সংগমে ডুবের পরে অনুপ্রাণিত হয়ে প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন।

এরপরেও সতর্ক হয়নি যোগী প্রশাসন। এমনকি গ্রিন ট্রাইবুনালের (NGT) নির্দেশ অমান্য করে রিপোর্ট পেশেরও ধার ধারেনি তারা। ফলে বুধবার যোগী সরকারের আধিকারিকদের এনজিটি-র সামনে ভার্চুয়ালি উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফেকাল কলিফর্ম (faecal coliform) ব্যাকটেরিয়া জলে উপস্থিত থাকলে তা শরীর প্রবেশ করলে শরীরে বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার জন্ম দেয়। যার ফলে টাইফয়েড, হেপাটাইটিসের মতো রোগও ছড়ানোর সম্ভাবনা থাকে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version