Tuesday, August 26, 2025

স্বামী বাইরে, একা মহিলাকে টার্গেট করে টালিগঞ্জে দুঃসাহসিক ডাকাতি!

Date:

টালিগঞ্জের (Tollygunge ) মুর আভিনিউ এলাকার দাসানি স্টুডিওর পাশের একটি ফ্ল্যাটে সোমবার ভরসন্ধ্যায় দুষ্কৃতী তাণ্ডব। স্বামী বাইরে থাকায় একাকী মহিলাকে টার্গেট করে সোনা-গয়না, টাকা কড়ি নিয়ে চম্পট অভিযুক্তদের। বিডনস্ট্রিট, দমদমের পর এবার একই কায়দায় টালিগঞ্জে ডাকাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মনে। তদন্তে নেমেছে পুলিশ।

সোনালী বিশ্বাস (Sonali Biswas) নামে ওই ফ্ল্যাটের মহিলা জানিয়েছেন অন্যান্য দিনের মতো সোমবার তাঁর স্বামী সকালে কাজে বেরিয়ে যান। বিকেলে নিজের কিছু কাজ নিয়ে তিনিও বাইরে গেছিলেন। ফিরে আসার পর যে এত বড় ঘটনা ঘটবে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি। সন্ধ্যায় ফ্ল্যাটে ফিরতেই তাঁর অভিযোগ, দরজা খোলার সঙ্গে সঙ্গেই পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মারে দুই আততায়ী। যার জেরে মাটিতে আছাড় খেয়ে পড়েন তিনি। এরপর তাঁকে অস্ত্র দেখিয়ে সোনাদানা লুট করা হয়। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।তাণ্ডব শেষ হলে মহিলার মুখে কাপড় ঢুকিয়ে, হাত-পা বেঁধে তাঁকে সেই অবস্থাতেই ফেলে রেখে চলে যায় ডাকাতদল। রাতের দিকে ফেরেন সেই মহিলার স্বামী। সবকিছু জানার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশ্ন উঠছে, যেখানে গোটা ফ্ল্যাট সিসিটিভি নিরাপত্তায় মোড়া, সেখানে দাঁড়িয়ে কীভাবেই বা ভর সন্ধ্যায় এমন তাণ্ডব চালাল দুষ্কৃতীরা? রিজেন্ট পার্ক থানার (Regent park police station) পুলিশ সূত্রে জানা গেছে মোট দশ ভরি সোনা চুরি করে চম্পট দিয়েছে আততায়ীরা। ছেলের বিয়ের কারণেই ওই মহিলা বাড়িতে সোনা কিনে রেখেছিলেন। এই বিষয়টি লক্ষ্য করার পরই পরিকল্পিতভাবে এই আক্রমণ কিনা, অথবা আক্রান্তদের কোনও আত্মীয় পরিচিত এর সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version