Sunday, November 9, 2025

স্বামী বাইরে, একা মহিলাকে টার্গেট করে টালিগঞ্জে দুঃসাহসিক ডাকাতি!

Date:

টালিগঞ্জের (Tollygunge ) মুর আভিনিউ এলাকার দাসানি স্টুডিওর পাশের একটি ফ্ল্যাটে সোমবার ভরসন্ধ্যায় দুষ্কৃতী তাণ্ডব। স্বামী বাইরে থাকায় একাকী মহিলাকে টার্গেট করে সোনা-গয়না, টাকা কড়ি নিয়ে চম্পট অভিযুক্তদের। বিডনস্ট্রিট, দমদমের পর এবার একই কায়দায় টালিগঞ্জে ডাকাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মনে। তদন্তে নেমেছে পুলিশ।

সোনালী বিশ্বাস (Sonali Biswas) নামে ওই ফ্ল্যাটের মহিলা জানিয়েছেন অন্যান্য দিনের মতো সোমবার তাঁর স্বামী সকালে কাজে বেরিয়ে যান। বিকেলে নিজের কিছু কাজ নিয়ে তিনিও বাইরে গেছিলেন। ফিরে আসার পর যে এত বড় ঘটনা ঘটবে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি। সন্ধ্যায় ফ্ল্যাটে ফিরতেই তাঁর অভিযোগ, দরজা খোলার সঙ্গে সঙ্গেই পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মারে দুই আততায়ী। যার জেরে মাটিতে আছাড় খেয়ে পড়েন তিনি। এরপর তাঁকে অস্ত্র দেখিয়ে সোনাদানা লুট করা হয়। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।তাণ্ডব শেষ হলে মহিলার মুখে কাপড় ঢুকিয়ে, হাত-পা বেঁধে তাঁকে সেই অবস্থাতেই ফেলে রেখে চলে যায় ডাকাতদল। রাতের দিকে ফেরেন সেই মহিলার স্বামী। সবকিছু জানার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশ্ন উঠছে, যেখানে গোটা ফ্ল্যাট সিসিটিভি নিরাপত্তায় মোড়া, সেখানে দাঁড়িয়ে কীভাবেই বা ভর সন্ধ্যায় এমন তাণ্ডব চালাল দুষ্কৃতীরা? রিজেন্ট পার্ক থানার (Regent park police station) পুলিশ সূত্রে জানা গেছে মোট দশ ভরি সোনা চুরি করে চম্পট দিয়েছে আততায়ীরা। ছেলের বিয়ের কারণেই ওই মহিলা বাড়িতে সোনা কিনে রেখেছিলেন। এই বিষয়টি লক্ষ্য করার পরই পরিকল্পিতভাবে এই আক্রমণ কিনা, অথবা আক্রান্তদের কোনও আত্মীয় পরিচিত এর সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version